শিরোনাম
ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ (বাসস) : শুরুর আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। করাচি কিংসের হয়ে অনুশীলনে আঙুলে চোট পান এই ডান-হাতি ব্যাটার।
করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তানে যান লিটন। মূল লড়াইয়ে নামার আগেই অনুশীলনে আঙুলে চোট পান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর নিশ্চিত করেছেন লিটন। ইনজুরি থেকে সুস্থ হতে দুই সপ্তাহ লাগবে বলে জানান তিনি।
লিটন লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি উচ্ছ্বসিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো অন্য কোন পরিকল্পনা ছিল। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ লাগবে।’
তিনি আরও লিখেছেন, ‘খুবই দুঃখজনকভাবে পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা থাকল।’
চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকলেও পিএসএল খেলার ছাড়পত্র পেয়েছিলেন লিটন।
লিটন ছাড়াও এবারের পিএসএলে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ এবং পেশোওয়ার জালমির হয়ে খেলবেন রানা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে রানাকে। দ্বিতীয় টেস্টে খেলবেন না তিনি। ২৬ এপ্রিল থেকে পিএসএল খেলার অনুমতি পেয়েছেন রানা।
গতকাল থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাহোর ও ইসলামাবাদ ইউনাইটেড। এ ম্যাচে লাহোরের হয়ে খেলার সুযোগ পাননি রিশাদ।
ইসলামাবাদের কাছে ৮ উইকেটে হেরেছে লাহোর।