শিরোনাম
ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ (বাসস) : ওপেনার আব্দুল মজিদের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেলিগেশন এড়ানোর আশা টিকিয়ে রাখলো রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
লিগ পর্বের ১১ ও শেষ রাউন্ডের ম্যাচে আজ রূপগঞ্জ টাইগার্স ২৮ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে উঠল রূপগঞ্জ টাইগার্স। ১১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে শাইনপুকুর।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে মজিদের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫০ রান করে রূপগঞ্জ টাইগার্স।
৬টি চার ও ২টি ছক্কায় ১৩৯ বলে অপরাজিত ১০২ রান করেন মজিদ। এছাড়া মাহমুদুল হাসান ৩টি চার ও ২টি ছক্কায় ৫৬ রান করেন।
শাইনপুকুরের শরিফুল ইসলাম ও আলি মোহাম্মদ ওয়ালিদ ২টি করে উইকেট নেন।
জবাবে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি শাইনপুকুর। ৪৮ দশমিক ১ ওভারে ২২২ রানে অলআউট হয় তারা।
রহিম আহমেদ ৫৩, মঈনুল ইসলাম তন্ময় ও শাহরিয়ার সাকিব ৫০ রান করে করেন।
রূপগঞ্জ টাইগার্সের মাহমুদুল ৩১ রানে ৪ এবং আওলাদ হোসেন ৩ উইকেট নেন।