শিরোনাম
ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস) : ভারপ্রাপ্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির তান্ডবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল চেন্নাই সুপার কিংস।
গতরাতে অনুষ্ঠিত ম্যাচে চেন্নাই ৫ উইকেটে হারিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টাসকে। এবারের আসরে প্রথম ম্যাচ জয়ের পর টানা পাঁচ ম্যাচ হেরেছিল চেন্নাই। সপ্তম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেল তারা। ৭ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চেন্নাই। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লক্ষ্মৌ।
ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২৩ রানে ২ উইকেট হারায় লক্ষ্মৌ। আইডেন মার্করাম ৬ ও নিকোলাস পুরান ৮ রানে আউট হন। ভালো শুরু করেও ৩০ রানে বিদায় নেন আরেক টপ অর্ডার ব্যাটার মিচেল মার্শ।
৭৩ রানে ৩ উইকেট পতনের পর দুই মিডল অর্ডার ব্যাটার আয়ুশ বাদোনি ও আব্দুল সামাদের সাথে ৮৫ রান যোগ করেন অধিনায়ক ঋসভ পান্ত। বাদোনি ২২ ও সামাদ ২০ রানে আউট হলেও চলতি আসরে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন পান্ত। তার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ পায় লক্ষ্মৌ। ৪টি করে চার-ছক্কায় ৪৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন পান্ত।
চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ও মাথিশা পাথিরানা ২টি করে উইকেট নেন।
জবাবে চেন্নাইকে ২৯ বলে ৫২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শেখ রাশেদ ও রাচিন রবীন্দ্র। রাশেদ ২৭ ও রাচিন ৩৭ রানে আউট হন।
মিডল অর্ডারের তিন ব্যাটার দুই অংকে পা দেওয়ার আগে ফিরলে, ১৫তম ওভারে ১১১ রানে পঞ্চম উইকেট হারায় চেন্নাই। শেষ ৫ ওভারে যখন ৫৬ রান দরকার পড়ে, তখন ক্রিজে আসেন ধোনি।
ষষ্ঠ উইকেটে শিবম দুবেকে নিয়ে ২৮ বলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন ধোনি। ৩টি চার ও ২টি ছক্কায় দুবে ৩৭ বলে ৪৩ এবং ধোনি ৪টি চার ও ১টি ছক্কায় ১১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
ম্যাচ সেরা হন ধোনি। ছয় বছর ও ৮৫ ম্যাচ পর আইপিএলে ম্যাচ সেরা হলেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এই নিয়ে আইপিএল ১৮ বার ম্যাচ সেরা হলেন ধোনি। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ সেরা তালিকায় চতুর্থ স্থানে উঠেছেন তিনি। ১৮ বার করে ম্যাচ সেরা হয়ে ধোনির সাথে চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার। সবচেয়ে বেশি ২৫বার ম্যাচ সেরা হয়ে রেকর্ড দখলে রেখেছেন এবি ডি ভিলিয়ার্স।