বাসস
  ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

বৈশাখ উপলক্ষ্যে প্রদর্শনী হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

বাংলা নতুন বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ইগলু আইসক্রীমের সহযোগিতায় গতকাল রাজধানীর বাসাবোতে উন্মুক্ত প্রদর্শনী হ্যান্ডবল খেলার আয়োজন করা হয় -ছবি : বাসস

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস) : বাংলা নতুন বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ইগলু আইসক্রীমের সহযোগিতায় গতকাল রাজধানীর বাসাবোতে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন পার্ক মাঠে উন্মুক্ত প্রদর্শনী হ্যান্ডবল খেলার আয়োজন করা হয়।

উৎসবমূখর পরিবেশে আয়োজিত ম্যাচ দুটিতে সিনিয়র-এ দল ১১-৯ গোলে সিনিয়র-বি দলকে এবং জুনিয়র-এ দল ১৪-১০ গোলে জুনিয়র-বি দলকে পরাজিত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাবো তরুণ সংঘের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম খোকন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ হ্যান্ডবল সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মো: নুরুল ইসলাম।