বাসস
  ১৬ এপ্রিল ২০২৫, ১৪:১৬
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৫:২৮

ওয়ানখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে স্ট্যান্ড

ওয়ানখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড ভারতীয় টেস্ট অধিনায়ক রোহিত শর্মার নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ওয়ানখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড ভারতীয় টেস্ট অধিনায়ক রোহিত শর্মার নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ)। গতকাল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও ভারতের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকার ও এমসিএ’র সাবেক সভাপতি শারাদ পাওয়ারের নামেও আরো দুটি স্ট্যান্ডের নামকরণ করারও সিদ্ধান্ত হয়েছে।

এ সম্পর্কে এমসিএ’র ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়ানখেড়ে স্টেডিয়ামে তিনটি স্ট্যান্ডের নামের অনুমোদন দেয়া এবারের এজিএমে অন্যতম গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা ছিল।’

স্টেডিয়ামের লেভেল ৩’এর দিভেচা প্যাভিলিয়নের নাম রোহিত শর্মার নামে এবং একই লেভেলের গ্র্যান্ড স্ট্যান্ড শারাদ পাওয়ারের নামে নামকরণ করা হবে। এছাড়া লেভেল ৪’এ হবে অজিত ওয়াদেকারের নামে।