বাসস
  ১৬ এপ্রিল ২০২৫, ১৯:১৫

চ্যাম্পিয়ন্স লিগ: পরাজিত হয়েও এ্যাস্টন ভিলাকে বিদায় করে সেমিতে পিএসজি

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ৩-২ গোলে পরাজিত করেও বিদায় নিল অ্যাস্টন ভিলা । গোল পার্থক্যে শেষ চারে পিএসজি -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫ (বাসস) : কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ৩-২ গোলে পরাজিত করেও ভাগ্য ফিরেনি এ্যাস্টন ভিলার। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিসের জায়ান্টরা।

ফরাসি চ্যাম্পিয়নরা গতকাল ভিলা পার্কে দুই ফুল-ব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেনডেসের গোলে ২৭ মিনিটে ২-০ ব্যবধানে লিড নিয়েছিল। বিরতির আগে ইউরি টিয়েলেমানস ইংলিশ দলটির হয়ে এক গোল পরিশোধ করেন। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে জন ম্যাকগিন ও এজরি কোনসার দুই গোলে ভিলার জয় নিশ্চিত হয়।

গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার কাছে এই ম্যাচের পারফরমেন্সের জন্য কৃতজ্ঞ থাকতেই হবে পিএসজিকে। ডোনারুমার কৃতিত্বে আরো একবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে বিদায়ের হতাশা এ যাত্রা অন্তত রক্ষা হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।

ভিলা বস উনাই এমেরি বলেছেন, ‘শেষের দিকে আমরা তাদের জন্য ম্যাচটা কঠিন করে দিয়েছিলাম। এই পর্যায়ে আসার অর্থই হচ্ছে পরবর্তী ধাপের জন্য নিজেদের প্রস্তুত করে তোলা। এ্যাস্টন ভিলা সেই চেষ্টাই করে যাবে।’

ভিলা বস এমেরি ২০১৭ সালে যখন পিএসজির কোচ ছিলেন তখন লুইস এনরিকের বার্সেলোনা শেষ ষোলর প্রথম লেগে ৪-০ গোলে পরাজিত হয়েও দ্বিতীয় লেগে ৬-১ গোলে জয়ী হয়ে পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছিল। এবারও লুইস এনরিকেরই জয় হলো। কিন্তু এবারের যাত্রাটা মোটেই সহজ ছিলনা।

এই ম্যাচের পর এনরিকে বলতে বাধ্য হয়েছেন নিজেদের উন্নতির সময় হয়েছে। পরের ম্যাচগুলোতে উন্নতির বিকল্প নেই।

১৯৮৩ সালের পর ইউরোপীয়ান আসরে এ ধরনের অভিজ্ঞতা ভিলা সঞ্চয় করতে পারেনি। পিএসজি বস এনরিকে ডিসায়ার ডুয়ের পরিবর্তে ব্র্যাডলি বারকোলাকে দিয়ে ম্যাচ শুরু করিয়ে সকলকে বিস্মিত করেছিলেন। কিন্তু ১১ মিনিটেই তার ফল পান এনরিকে। বামদিক থেকে বারকোলার পাসে এমিলিয়ানো মার্টিনেজের দারুন এক ক্রস থেকে হাকিমি পিএসজিকে এগিয়ে দেন। ২৭ মিনিটে ওসমানে ডেম্বেলের এ্যাসিস্টে লেফট-ব্যাক মেনডেস ব্যবধান দ্বিগুন করেন। এবারের চ্যাম্পিয়ন্স লিগে মেনডেসের এটি চতুর্থ গোল।

দুই গোলে পিছিয়ে থেকেও এক মিনিটের জন্য ম্যাচ ছাড়েনি ভিলা। তারই ধারাবাহিকতায় টিয়েলেমানস বিরতির ঠিক আগে এক গোল পরিশোধ করেন। ৫৫ মিনিটে ম্যাকগিনের ডিফ্লেকটেড শটে সমতায় ফিরে ভিলা। পরের মিনিটে কর্ণার থেকে কোনসা পোস্টের কাছে থেকে বল জালে জড়ালে ৩-২ গোলের জয় নিশ্চিত হয় ভিলার।