বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ১৩:১৬
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৫:০৩

প্রথম সেশন বাংলাদেশের

ছবি : সংগৃহীত


ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : পেসার নাহিদ রানার বোলিং নৈপুন্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে রাখল স্বাগতিক বাংলাদেশ।
 
প্রথম ইনিংসের বাংলাদেশের ১৯১ রানের জবাবে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করেছে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করেছিল জিম্বাবুয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রানা। বেন কারানকে ১৮ রানে শিকার করেন রানা। এরপর ব্রায়ান বেনেটকে ৫৭ রানে থামান রানা। 

তিন নম্বরে নামা নিক ওয়েলচকে ২ রানে আউট করেন আরেক পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে ৮ রানে বেশি করতে দেননি রানা। 

১২৯ রানে চতুর্থ উইকেট পতনের পর জুটি বেঁধে প্রথম সেশন শেষ করেন সিন উইলিয়ামস ও ওয়েসলি মাধভেরে। উইলিয়ামস ৩৩ ও মাধবেরে ৪ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশের রানা ৩টি ও হাসান ১টি উইকেট নেন।