শিরোনাম
ঢাকা, ২২ এপ্রিল ২০২৫ (বাসস) : অধিনায়ক শুভমান গিলের ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট টাইটান্স।
গতরাতে নিজেদের অষ্টম ম্যাচে গুজরাট ৩৯ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গুজরাট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে কলকাতা।
কলকাতার মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭৫ বলে ১১৪ রানের দারুণ সূচনা করেন গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন ও গিল। জুটিতে ৬টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৫২ রান করে বিদায় নেন সুদর্শন।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নার্ভাস নাইন্টিতে আউট হন গিল। ১৮তম ওভারে ব্যক্তিগত ৯০ রানে আউট হন তিনি। ৫৫ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কা মারেন গিল।
গিল ফেরার পর ইনিংসের শেষ পর্যন্ত খেলে গুজরাটকে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ এনে দেন জশ বাটলার ও শাহরুখ খান। ৮টি চারে বাটলার ২৩ বলে অপরাজিত ৪১ এবং ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন শাহরুখ।
জবাবে শুরুটা ভালো না হলেও জুটি গড়ার চেষ্টা করেন কলকাতার মিডল অর্ডার ব্যাটাররা। এক প্রান্ত আগলে লড়াই করলেও, সতীর্থদের ব্যর্থতায় বড় কোন জুটি গড়তে পারেননি অধিনায়ক আজিঙ্কা রাহানে। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি কলকাতা।
দলের হয়ে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৫০ রান করেন রাহানে। এছাড়া আন্দ্রে রাসেল ২১, সুনীল নারাইন ও রিঙ্কু সিং ১৭ রান করে করেন।
গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণা ও রশিদ খান ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল।