বাসস
  ২২ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

উইজডেনের বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা

ঢাকা, ২২ এপ্রিল ২০২৫ (বাসস) : ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের ২০২৫ সালের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। নারীদের তালিকায় সেরা হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা।
গতরাতে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এই ঘোষণা দেওয়া হয়। এর আনুষ্ঠানিক নাম হচ্ছে ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’। 

২০২৪ সালে বল হাতে অসাধারণ পারফরমেন্স করেছেন বুমরাহ। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২শ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি। ১৩ টেস্ট খেলে ৭১ উইকেট নেন এই ডান-হাতি পেসার। এছাড়াও গত বছরের জুুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বড় অবদান রাখেন বুমরাহ। টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে তার হাতে। 

বুমরাহকে নিয়ে উইজডেন সম্পাদক লরেন্স বুথ লিখেন, ‘সে খুবই ভয়ংকর, চ্যালেঞ্জ হিসেবে অনন্য, তার বিপক্ষে করা রানগুলোকে দ্বিগুণ করে বিবেচনা করা উচিত সর্বকালের সেরা হওয়ার দাবিটা সে উত্থাপন করেছে।’

গত বছর নারী বিভাগে তিন ফরম্যাট মিলিয়ে চার সেঞ্চুরিতে ১৬৫৯ রান করেছেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে কোন নারী ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রান। এছাড়াও এক বছরে সর্বোচ্চ চার সেঞ্চুরিও আরও একটি রেকর্ড। 

গত জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন মান্ধানা। ঐ টেস্ট ১০ উইকেটে জিতেছিল ভারত। 

বিশ্বের সেরা টি-টোয়েন্টিতে ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান। 

উইজডেনের ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’ এর তালিকায় আছেন- ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, সোফি একলস্টোন, লিয়াম ডসন এবং ড্যান ওরাল।

বছরের সেরা পারফরমেন্সের জন্য উইজডেন ট্রফি জিতেছেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার। গত বছরের অক্টোবরে পুনেতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের ১১৩ রানের জয়ে ১৩ উইকেট শিকার করেছিলেন তিনি। ঐ জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কিউইরা। পরবর্তীতে তৃতীয় ও শেষ টেস্ট জিতে ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। ২০১২ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে প্রথমবারের মত সিরিজ হারে ভারত।

১৮৬৪ সালে প্রথমবার প্রকাশের পর থেকেই প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক।