বাসস
  ২২ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের নাহিদা-শারমিন-রিতুর

ঢাকা, ২২ এপ্রিল ২০২৫ (বাসস) : নারী ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের স্পিনার নাহিদা আকতার, ব্যাটার শারমিন আকতার, রিতু মনি ও মারুফা আকতারের। সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে এই খেলোয়াড়দের দূরন্ত পারফরমেন্সে বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়। 

নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাছাই পর্বে বাংলাদেশের শেষ তিন ম্যাচে ৬ উইকেট নেন নাহিদা। এর মধ্যে স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। ফলে ৬১৮ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন এই বাঁ-হাতি স্পিনার। এটি নাহিদার ক্যারিয়ার সেরা রেটিং । আগের সর্বোচ্চ রেটিং ছিল ৬১৬। 

এক ধাপ উন্নতি হয়েছে লেগ স্পিনার রাবেয়া খানের। ৫১২ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠেছেন তিনি। শেষ তিন ম্যাচে ১ উইকেট নিলেও দুই ধাপ এগিয়েছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। 

ব্যাটিংয়ে আট ধাপ উন্নতি হয়েছে শারমিনের। বাছাই পর্বে বাংলাদেশের শেষ তিন ম্যাচে দু’টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ৫৭ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৭ রান করেন শারমিন। ৫৫৫ রেটিং নিয়ে ২১তম স্থানে উঠেছেন শারমিন। 

শেষ তিন ম্যাচে ৭০ রান করে ১৫ ধাপ উন্নতি হয়েছে রিতুর। ৩৩৯ রেটিং নিয়ে ৭৩তম স্থানে জায়গা করে নিয়েছেন রিতু। 

গত সপ্তাহে ১৬ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠলেও এ সপ্তাহে দুই ধাপ পিছিয়ে ১৯তম স্থানে নেমে গেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। এক ধাপ পিছিয়ে ২৪তম স্থানে নেমেছেন ফারজানা হক।  

বোলিং ও ব্যাটিং দুই ক্ষেত্রেই উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার মারুফা আকতারের। বোলিংয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ৪৯ নম্বরে আছেন মারুফা। ব্যাটিং তালিকায় ৬ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন তিনি। ক্যারিয়ার সেরা ৩১৭ রেটিং আছে মারুফার।

থাইল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচে ২৯ বলে ৭০ রান করে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার হেইলি ম্যাথুস। 

ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, বোলিংয়ে ইংল্যান্ডের সোফি একলস্টোন এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

বাছাই পর্বে টেবিলের শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান ও বাংলাদেশ। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।