শিরোনাম
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস): বৃষ্টির কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময় শুরু হতে পারেনি।
আজ সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হবার কথা ছিল। কিন্তু চতুর্থ দিনের খেলা সকাল ১১টায় শুরু হবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে গিয়েছিল। এরপর আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা আগেভাগেই শেষ হয়।
টেস্টের প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিন ২৭৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৯৪ রান করেছে টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ।