শিরোনাম
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং টার্কিশ এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
আজ বিকেলে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিমান বাহিনী ২৫-১৫, ১৮-২৫, ১৯-২৫, ২৫-২৩, ১৫-১০ পয়েন্টে ৩-২ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে।
এর আগে স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ২৫-২৩, ১৬-২৫, ২৫-২০, ২৫-২১ পয়েন্টে ৩-১ সেটে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরষ্কৃত করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের জেনালের ম্যানেজার ইসলাম গুরে।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিকেএসপির রাতুল আহমেদ।
এছাড়া অন্যান্য পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়রা হলেন :
সেরা আউট সাইড এ্যাটাকার : ইসমাইল হোসেন পাভেল, বাংলাদেশ বিমান বাহিনী
সেরা অপোজিট এ্যাটাকার : সোহানুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
সেরা সেটার : মো : নাজমুল আলী ভাষা, বাংলাদেশ বিমান বাহিনী
সেরা মিডেল ব্লকার : তীর্থংকর কুমার রায়, বাংলাদেশ বিমান বাহিনী
সেরা লিবারু : মো : রিফাত হোসেন (রিসালাত), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড