শিরোনাম
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস) : ব্যাটার সৌম্য সরকারের বিধ্বংসী ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্সে বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে আজ লিজেন্ডস অব রূপগঞ্জ ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে অগ্রণী।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্যর দেড়শ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৩৩ রানের বড় স্কোর গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১৭টি চার ও ৬টি ছক্কায় ১১২ বলে অপরাজিত ১৫৩ রানের নান্দনিক ইনিংস খেলেন সৌম্য।
এছাড়া আফিফ হোসেন অপরাজিত ৪৯, দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ৪৩ রান করে করেন।
জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং নৈপুন্যে ৪৩.১ ওভারে ২৩০ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ৭৪ রান করেন মার্শাল আইয়ুব।
লিজেন্ডস অব রূপগঞ্জের সাইফ হাসান ৩ উইকেট নেন। ম্যাস সেরা হয়েছেন সৌম্য।