বাসস
  ২৩ এপ্রিল ২০২৫, ২০:৩৭
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২০:৫৫

প্রথম টেস্টে হারের সব দায় নিজের ওপর নিলেন অধিনায়ক শান্ত

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত - ফাইল ছবি

সিলেট, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস) : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করে চার দিনেই টেস্ট শেষ করেছে সফরকারীরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারের সব দায় নিজের ওপর নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের ম্যাচ নিয়ে যদি প্রশ্ন করা হয়, ব্যক্তিগতভাবে আমি বলবো আজকের ম্যাচটা আমি হারিয়েছি। কারণ সকালে আমার ওই আউটটাতে পুরা খেলা নষ্ট হয়ে গেছে।’

সকালে সিলেটে ১১২ রান স্কোর নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন কোনো রান যোগ না করেই দিনের শুরুতে সাজঘরে ফিরেন। পরবর্তীতে আর কোনো ব্যাটারই দলকে সহযোগিতা করতে পারেননি। ৬১ রান যোগ করে অবশিষ্ট ৬ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে টাইগাররা। জিম্বাবুয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অনেকটা সহজে জয় পায় সফরকারীরা। যদিও মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি বলে সাত উইকেট হারায় তারা। মিরাজ একাই নেন পাঁচ উইকেট।

সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘একটা ভালো পার্টনারশিপ করতে পারলে, ২০০ বা ২২০ রান করতে পারলে আমরা ম্যাচটা জিততে পারতাম। তাই সবার দিকে যেতে চাই না। কারণ খুব বাজে বলে আমি আউট হয়েছি।’

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি একাই নিয়েছেন ৬ উইকেট। তার বাউন্সারে এলোমেলো হয়েছে টাইগার ব্যাটিং-লাইন। শান্ত স্বীকার করেছেন মুজারাবনিকে দেখেশুনে মোকাবিলা করতে পারলে এত দ্রুত উইকেট পতন হতো না, ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো।

অধিনায়ক বলেন, ‘মুজারাবানি ভালো বল করেছে, এটা মানতে হবে। লম্বা মানুষের একটা অ্যাডভানটেজ তো থাকে। যেহেতু ভালো বল করছিল, আমাদের দায়িত্ব ছিল তার ব্যাপারে প্ল্যান করে দেখেশুনে খেলা। আমরা কিছু সময় সেই প্ল্যানটা করে খেলতে পারিনি।’

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে হারের জন্য অধিনায়ক শান্ত কোনো ধরনের হতাশায় থাকতে চাননা। যে সব ক্ষেত্রে ভুল হয়েছে সেগুলো চিহ্নিত করে আগামী ম্যাচে যাতে ভালো করা যায় সেদিকে লক্ষ্য তার।