বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৯

রোমাঞ্চকর জয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে মোহামেডান

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে  মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মোহামেডান ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এই জয়ে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। ১৫ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী লিমিটেড। 

সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচে জিতলেই শিরোপা জয় করবে মোহামেডান। শেষ রাউন্ডে আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান। ঐ ম্যাচ জিতলে আবাহনীর সমান ২৬ পয়েন্ট হবে মোহামেডানের। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা জিতবে মোহামেডান। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় গাজী গ্রুপ। 

গাজীর পক্ষে ওপেনার মুনিম শাহরিয়ার সর্বোচ্চ ৮০ রান করেন। ৮২ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।  

এছাড়া মিডল অর্ডারে শেখ পারভেজ জীবন ৩৩, তাহজিবুল ইসলাম ৩২ ও সাদিকুর রহমান ২৬ রান করেন। মোহামেডানের মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন ৩টি করে এবং নাবিল সামাদ ২ উইকেট নেন। 

জবাবে ৪০ রানে ২ উইকেট হারায় মোহামেডান। তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নেন ওপেনার রনি তালুকদার ও অধিনায়ক তাওহিদ হৃদয়। রনি ৫৫ ও হৃদয় ৩৭ রান করে আউট হলে  মোহামেডানের  সংগ্রহ দাঁড়ায় ৫/ ১৪৮।

ষষ্ঠ উইকেটে ৫৬ রানের জুটিতে মোহামেডানের জয়ের আশা ধরে রাখেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাইফুদ্দিন। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৪৯ ও  দলীয় ২০৪ রানে আউট হন মাহমুদুল্লাহ। তখন জয়ের জন্য ২২ বলে ৩৩ রান দরকার ছিল মোহামেডানের। শেষ ওভারে দরকার পড়ে ১২ রানের। 

গাজী গ্রুপের শেখ পারভেজ ইমনের করা শেষ ওভারের প্রথম চার বল থেকে মাত্র ৫ রান পায় মোহামেডান। পঞ্চম বলে ছক্কা মেরে প্রতিপক্ষের দলীয় রান স্পর্শ করেন নাসুম আহমেদ। শেষ বলে ১ রান নিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন নাসুম। 

২টি চারে সাইফুদ্দিন ৩০ এবং ১টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন নাসুম। ম্যাচ সেরা হন মোহামেডানের সাইফুদ্দিন। 

১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে গাজী গ্রুপ।