বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৫

ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে বড় জয় অগ্রণী ব্যাংকের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ওপেনার ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় জয়ের স্বাদ পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আজ সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে অগ্রণী ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। 

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংককে ১১৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ইমরানুজ্জামান ও অমিত হাসান। জুটিতে ৪৮ বলে ৪২ রান তুলে আউট হন অমিত।

এরপর অধিনায়ক ইমরুল কায়েস ১৩ ও মার্শাল আইয়ুব ৩ রানে ফিরে গেলে ১৫৫ রানে ৩ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। এরপর ৬৬ রানের জুটি গড়েন ইমরানুজ্জামান ও তাইবুর রহমান। এই জুটিতেই সেঞ্চুরির পূর্ণ করে  দলীয় ২২১ রানে সাজঘরে ফিরেন ইমরানুজ্জামান। ১৭টি চার ও ২টি ছক্কায় ১০৮ বলে ১২৩ রান করেন তিনি। 

ইনিংসের শেষ ১০ ওভারে মারমুখী ব্যাটিংয়ে অগ্রণী ব্যাংককে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪০ রানের বড় সংগ্রহ এনে দেন তাইবুর ও প্রীতম কুমার। ৫টি চার ও ১টি ছক্কায় ৬০ রান করেন তাইবুর। ২টি চার ও ৫টি ছক্কায় ২৯ বলে ৫৯ রানের ক্যামিও ইনিংস খেলেন প্রীতম। গুলশানের স্পিনার মইনুল ইসলাম ৩ উইকেট নেন। 

জবাবে অগ্রণী ব্যাংকের পেসার সন্দ্বীপ রায়ের তোপে পড়ে ৫১ রানে ৩ উইকেট হারায় গুলশান। এরপর দলীয় ৮৫ রানে পঞ্চম উইকেট পতনে লড়াই থেকে ছিটকে পড়ে দলটি। ষষ্ঠ উইকেটে ৮৮ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন শাকিল হোসেন ও নাহিদুজ্জামান। এই জুটির বিচ্ছিন্ন হওয়ার পর বেশি দূর যেতে পারেনি গুলশান। ৪৬.৫ ওভারে ২০৩ রানে অলআউট হয় তারা। 

শাকিল ৫৯ ও নিহাদুজ্জামান ৪৯ রান করেন। সন্দ্বীপ ৩৫ রানে ৫ উইকেট নেন। ৬ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই সেরা বোলিং সন্দ্বীপের। ম্যাচ সেরা হন ইমরানুজ্জামান। 

এই জয়ে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে অগ্রণী ব্যাংক। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে গুলশান।