বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ২১:৩৬

চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে ভালো করতে মরিয়া বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে উন্নতি করাই বাংলাদেশ ক্রিকেট দলের মূল লক্ষ্য বলে জানালেন টাইগার মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক। 

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে ৩ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সাংবাদিকদের জাকের বলেন, ‘প্রথম টেস্টটি আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি, আমাদের মনে হয় এগুলো  চিহ্নিত করা দরকার। আমরা এ নিয়ে আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই, ব্যাটিংয়ে মনোযোগ আমাদের মূল লক্ষ্য। কারণ আমরা অনেক দিন যাবত ব্যাটিংয়ে ধুঁকছি।’

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ৮২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ২৫৫ রানে অলআউট হয় টাইগাররা। জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট পায় সফরকারী জিম্বাবুয়ে। ৩ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য স্পর্শ করে ২০২১ সালের পর টেস্ট ফরম্যাটে প্রথম এবং ২০১৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে।

সিলেট টেস্টে বাংলাদেশের হয়ে হাফ-সেঞ্চুরি করেন মোমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের । এরমধ্যে টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেন(৫৮) জাকের। ক্যারিয়ারের প্রথম চার টেস্টের সবগুলোতে অর্ধশতক হাঁকিয়ে বিরল কীর্তি গড়েন জাকের। তারপরও দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে হতাশ তিনি, ‘ব্যাটিংয়ের কারণেই আমরা হেরেছি। কীভাবে শট নির্বাচনে আরও উন্নতি করা যায়-এসব বিষয়ে আমরা আলোচনা করেছি। বোলাররা সবসময় টেস্ট জেতাতে পারে না। আমরা চাই আমাদের সকল ব্যাটার পরের ম্যাচে তাদের সেরাটা উজার করে দিবে।’

চট্টগ্রাম টেস্টের আগে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে চিন্তায় বাংলাদেশ। সর্বশেষ ১২ ইনিংসে কোন  ফিফটি নেই তার। 

খুব শিগগিরই মুশফিক রানে ফিরবেন বলে আশাবাদী জাকের। তিনি বলেন, ‘মুশফিকই দলের একমাত্র খেলোয়াড় নন, তাকেই সব সময় সব রান করতে হবে। আমাদের সকলকে অবদান রাখতে হবে। এই মুহূর্তে, সে হয়ত রান করছে না। এটা যে কারোর বেলায়ই  হতে পারে। তবে দায়িত্ব আমাদের সকলের।’

তিনি আরও বলেন, ‘সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত পরিশ্রম করছে মুশফিক। আমরা আশা করি খুব শিগগিরই সে  রানে ফিরবে।’ 

আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।