শিরোনাম
ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
মোহামেডানের বিপক্ষে জিতলে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পাবে আবাহনী। অন্যদিকে, এ ম্যাচ জিতলে দীর্ঘদিন পর লিগ শিরোপা ঘরে তুলবে মোহামেডান।
২০০৯-২০১০ মৌসুমের পর আর ডিপিএল শিরোপা জিততে পারেনি মোহামেডান। তাই এই জয় শুধু তাদের শিরোপা খরাই দূর করবে না বরং চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারানোর আনন্দে মেতে উঠবে মোহামেডান।
২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পায় ডিপিএল। তাই প্রথমবারের মত লিস্ট ‘এ’-এর শিরোপা জয়ের সুযোগ মোহামেডানের সামনে।
ডিপিএল শিরোপা জয় যেন অনেকটা অভ্যাসে পরিণত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩ বার ডিপিএল শিরোপা জিতেছে ধানমন্ডির দলটি।
অন্যদিকে, মাত্র নয়বার শিরোপা জিতেছে মোহামেডান।
২০০৯-২০১০ সালের পর মাত্র দু’বার লিগের দ্বিতীয় সেরা দল হতে পেরেছে মোহামেডান। গত মৌসুমে শেষবার রানার্সআপ হয় তারা।
শিরোপা জয়ের জন্য চলতি মৌসুমের শুরু থেকেই মরিয়া ছিল মোহামেডান। এজন্য জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গঠন করে তারা। লিগের প্রথম পর্বে আবাহনীকে হারিয়ে নয় বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের দেখা পায় মোহামেডান।
লিগের প্রথম পর্বে ১১ ম্যাচ খেলে সমান ৯টি করে ম্যাচ জিতেছিল আবাহনী ও মোহামেডান। ফলে দু’দলেরই পয়েন্ট সমান ১৮ করে ছিল। কিন্তু মুখোমুখি লড়াইয়ে জয়ের কারণে ডিপিএলের নিয়মানুসারে এগিয়ে আছে মোহামেডান।
সুপার সিক্সে ৪ ম্যাচ খেলে আবাহনী ৪টিতে এবং মোহামেডান ৩টি জিতে। ফলে আবাহনীর চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে মোহামেডান।
সুপার সিক্সের শেষ ম্যাচে আগামীকাল মোহামেডান জিতলে দু’দলের পয়েন্ট সমান হবে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে শিরোপা যাবে মোহামেডানের ঘরে।
।