শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ (বাসস) : প্রথম ইনিংসে ২১৭ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৯ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৭ রান তুলেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ২০০ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানে জবাবে ৪৪৪ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সাদমান ইসলাম ১২০ ও মেহেদি হাসান মিরাজ ১০৪ রান করেন। জিম্বাবুয়ের মাসেকেসা ১১৫ রানে ৫ উইকেট নেন।
প্রথম ইনিংসে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে পড়েছে জিম্বাবুয়ে। সপ্তম ওভারে দুই উইকেট হারায় তারা। ব্রায়ান বেনেট ৬ ও রিক ওয়েলচ শূন্যতে তাইজুলের শিকার হন।
আরেক ওপেনার বেন কারান ৮ ও সিন উইলিয়ামস ৩ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের তাইজুল ১৪ রানে ২ উইকেট নেন।