বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১৬:১০

ডেম্বেলের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করেছে পিএসজি

ডেম্বেলের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করেছে পিএসজি -ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ (বাসস) : ওসমানে ডেম্বেলের গোলে মঙ্গলবার আর্সেনালকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ১-০ ব্যবধানে পরাজিত করে কিছুটা হলেও নিজেদেরকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে পিএসজি। 

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ডেম্বেলে পিএসজিকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত লুইস এনরিকের দলের শক্ত প্রতিরোধের মুখে আর্সেনাল আর পেরে উঠেনি। 

আগামী ৭ মে পার্ক ডি প্রিন্সেসে ঘরের মাঠে দ্বিতীয় লেগে গানার্সদের আতিথ্য দিবে প্যারিসের জায়ান্টরা। ফাইনালে পৌঁছাতে সুস্পষ্ট ফেবারিট হিসেবেই তারা মাঠে নামবে। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে পিএসজি এবার আর কোন ভুল করতে চায়না। 

যদিও ইউরোপীয়ান আসরের অতীত ইতিহাস বিবেচনায় ফরাসি চ্যাম্পিয়নদের আত্মতুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই। পিএসজি বস লুইস এনরিকে বলেছেন, ‘আমরা কি মানের দল সেটা ইতোমধ্যেই প্রমান করেছি। নিজেদের মত করেই আমরা খেলার চেষ্টা করবো। আজকের মতই শুরুতেই গোল আদায় করতে পারলে পথটা সহজ হবে। কখনো কখনো আমরাও সমস্যায় পড়েছি। যে কারনে দ্বিতীয় গোল পাইনি। দ্বিতীয় ম্যাচটি বেশ কঠিন হবে, এতে কোন সন্দেহ নেই। যদিও আজকের ফলাফল আমাদের কিছুটা হলেও এগিয়ে রাখবে। এখনো একটি ম্যাচ বাকি আছে, কিন্তু সেটা পার করেই আমরা ফাইনালে খেলতে চাই।’

এদিকে আর্সেনালও প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর রয়েছে। কিন্তু ইউরোপীয়ান আসরে ঘরের মাঠে ১৮ ম্যাচ পর পরাজয় তাদেরকে নি:সন্দেহে ভোগাবে। মিকেল আর্তেতা ইতোমধ্যেই দলের সেমিফাইনাল খেলাটাকে ‘চমৎকার কাহিনি’র তকমা দিয়েছেন। এই কাহিনীর শেষ অধ্যায়টা হয়তো হতাশাজনক হতে পারে। কিন্তু গানার্স বস সতর্ক করে বলেছেন তারা এখনো মরে যাননি। 

এ সম্পর্কে আর্তেতা বলেন, ‘আমরা এই ম্যাচে যথেষ্ঠ দিয়েছি। এখন মধ্য বিরতি, আমাদেরও ফাইনালে খেলার ভাল সম্ভাবনা আছে। ম্যাচের আবহ খুঁজে পেতে আমাদের ১৫ মিনিট সময় লেগেছে। যদিও দিনের শেষে আমি সত্যিই হতাশ। অন্তত ড্র করা উচিৎ ছিল।’ 

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে ৫-১ ব্যবধানে পিছনে ফেলে ২০০৯ সালের পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার নিশ্চিত করেছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজিত হয়ে সেবার ফাইনাল খেলা হয়নি আর্সেনালের। 

মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে যে আর্সেনালকে দেখা গিয়েছিল আবারো সেই রূপে ফিরে আসলে হয়তো পিএসজিকে থামানো সম্ভব বলে অনেকেই মনে করেন। শেষ ১৬ থেকে লিভারপুল ও কোয়ার্টার ফাইনাল থেকে এ্যাস্টন ভিলাকে বিদায় করা পিএসজি লিগ পর্বে দুই গোলে পিছিয়ে থেকেও ম্যানচেস্টার সিটিকে পরাজিত করেছিল। এসবই পিএসজিকে বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে।