বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৪৯

আর্সেনালের ফিরে আসার ব্যাপারে আশাবাদী রায়া

ডেভিড রায়া -ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ (বাসস) : পিএসজির কাছে সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পরাজয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের খেলার ব্যাপারে দারুন আশাবাদী গোলরক্ষক ডেভিড রায়া।

মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের চার মিনিটে ওসমানে ডেম্বেলের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। প্রথমার্ধে পিএসজি আধিপত্য দেখালেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। গনসালো রামোস ও ব্র্যাডলি বারকোলা প্রথমার্ধের শেষের দিকে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন। 

ফরাসি চ্যাম্পিয়নরা অবশ্য এই জয়ে গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার প্রশংসা করতেই পারে। গ্যাব্রিয়েল মার্টিনেলি ও লিনড্রো টোসার্ডের দুটি প্রচেষ্টা ডোনারুমা রুখে না দিলে ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হতে পারতো। 

আগামী ৭ মে পার্ক ডি প্রিন্সেসে ফিরতি লেগের ম্যাচটির জন্য মুখিয়ে আছে আর্সেনাল গোলরক্ষক রায়া। এ সম্পর্কে স্প্যানিশ এই গোলরক্ষক বলেন, ‘তারা গোল দিয়ে ম্যাচ শুরু করেছিল। এখানেই আমরা পিছিয়ে পড়ি। ১৫-২০ মিনিট পর্যন্ত পিএসজি আধিপত্য দেখিয়েছে। কিন্তু এরপর ম্যাচের প্রায় বেশীরভাগ সময়ই আমাদের নিয়ন্ত্রনে ছিল। আমরাই বেশী সুযোগ তৈরী করেছি। এখন মাত্র অর্ধেক খেলা হয়েছে। আমরা পুরো বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছি। তারা অনেক ভাল দল। কিন্তু আমরাও পিছিয়ে নেই। এই ম্যাচটি আমরাও জিততে পারতাম। আমরা জানি ম্যাচের পজিশন পিএসজিই বেশি নিয়েছে। তারাও গোলের সুযোগ পেয়েছে, তার থেকে একটি গোলও পেয়েছে। আমরা সুযোগ তৈরী করে গোলের দেখা পাইনি।’

২০১৬ সালে শেষ ষোলতে বার্সেলোনার বিরুদ্ধে ২-০ ব্যবধানে পরাজয়ের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে কোন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে আর্সেনাল। একইসাথে এমিরেটসে ১৮টি ইউরোপীয়ান ম্যাচে এটাই তাদের প্রথম পরাজয়।

যদিও উত্তর লন্ডনের দলটি দ্বিতীয় লেগে ঘানার মিডফিল্ডার থমাস পার্টিকে দলে পাচ্ছে। যে কারনে ডিক্লান রাইসের সাথে আক্রমনভাগের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। নিষেধাজ্ঞার কারনে প্রথম লেগের ম্যাচে অনুপস্থিত ছিলেন পার্টি। 

রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দেয়া আর্সেনালের পারফরমেন্সে দারুন সন্তুষ্ট রায়া। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে সম্ভাব্য সবকিছুই করতে চান এই গোলরক্ষক।