ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২২(বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে রাজধানীতে আজ শুরু হয়েছে ‘শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা।’
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে রাজধানীর শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদুল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন।
দুই দিন ব্যাপী এ প্রতযোগিতায় মোট ৩৫০ জন খুঁদে দাবাড়ু অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের জন্মদিন ১৮ অক্টোবর দিনটিকে সরকার গত বছর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করে।
দীর্ঘ দিন যাবত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পারিষদ ১৮ অক্টোবর দিবসটিকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালনের দাবী জানিয়ে আসছিল। যার প্রেক্ষিতে ২০২১ সালের ২৩ আগস্ট সরকারের আইসিটি বিভাগের প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর থেকেই যথাযোগ্য মর্যাদায় দেশে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকও রাজিৈনতক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে নিহত হন।