বাসস
  ০৭ জানুয়ারি ২০২৩, ১৮:৩৫

খাজার আক্ষেপের পর চাপে দক্ষিণ আফ্রিকা

সিডনি, ৭ জানুয়ারি, ২০২৩ (বাসস) :   ডাবল সেঞ্চুরির আক্ষেপ  থেকেই গেলো  উসমান খাজার।  বৃস্টিওর কারণে ডাবল  সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন  খাজা। আজ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে যাবার পর অস্ট্রেলিয়া ইনিংস ঘোষনা করলে  ডাবল-সেঞ্চুরি বঞ্চিত হন অসি ওপেনার উসমান খাজা। ১৯৫ রানে অপরাজিত থাকতে হয় তাকে। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৫৯ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে নিয়ে ৩২৬ রানের পিছিয়ে প্রোটিয়ারা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় দিন শেষে ১৩১ ওভারে ৪ উইকেটে ৪৭৫ রান করেছিলো অস্ট্রেলিয়া। ওপেনার উসমান খাজা ১৯৫ ও ম্যাট রেনশ ৫ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টির কারনে তৃতীয় দিন কোন খেলা হয়নি।
বৃষ্টির কারনে চতুর্থ দিন সকালের প্রথম সেশনেও খেলা হয়নি। দ্বিতীয় সেশনে ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। ফলে ৫ রানের জন্য ডাবল-সেঞ্চুরি পাননি খাজা। ব্যক্তিগতভাবে ১৯০ রান স্পর্শ করার পর ডাবল সেঞ্চুরির আগেই দল ইনিংস ঘোষণার ক্ষেত্রে বিশে^র তৃতীয় ব্যাটার হলেন খাজা।
১৯৬০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের ফ্রাঙ্ক ওরেল যখন ১৯৭ রানে অপরাজিত ছিলেন তখন ইনিংস ঘোষণা করেন তৎকালীন  ক্যারিবীয় অধিনায়ক জেরি আলেক্সান্ডার।
২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতানে শচিন টেন্ডুলকারকে ১৯৪ রানে রেখে ইনিংস ঘোষণা করেছিলেন অধিনায়ক রাহুল দ্রাবিড়।
নিজেদের ইনিংস শুরু করে অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। বড় ইনিংস খেলতে পারেননি দলের ব্যাটাররা। কায়া জোন্ডো সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া তেম্বা বাভুমা ৩৫ ও কাইল ভেরেনি ১৯ রান করেন।
অস্ট্রেলিয়ার কামিন্স ৩টি ও হ্যাজেলউড ২টি উইকেট নেন।