বাসস
  ০৯ জানুয়ারি ২০২৩, ২১:৪২
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২১:৪৯

যুব গেমস : শেষ হলো হবিগঞ্জ জেলার প্রতিযোগিতা

হবিগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’র  হবিগঞ্জে আন্ত:উপজেলা   পর্যায়ের  প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ বিকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রদীপ দাস সাগর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট শাহ ফখরুজ্জামান ও অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি মিজানুর রহমান।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিনদিন ব্যাপি উপজেলা পর্যায়ের এই গেমসে ৮টি ইভেন্টে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার সহস্ত্রাধিক ক্রীড়াবিদ অংশ গ্রহণ করে।