বাসস
  ১১ জানুয়ারি ২০২৩, ১৭:১১

হৃদয়ের আঙ্গুলে ৮ সেলাই

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতরাতে  ব্যাথা পাওয়া  সিলেট স্টাইকার্স ব্যাটার তৌহিদ হৃদয়ের আঙ্গুলে ৮টি সেলাই  লেগেছে। ইনজুরির কারণে ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন হৃদয়।  
বিপিএলের অষ্টম ম্যাচে গতরাতে  ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হয়েছিলো সিলেট। ম্যাচে ঢাকার  ইনিংসের দ্বাদশতম ওভারে সিলেটের পেসার রেজাউর রহমান রাজার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে কাট করেন নাসির হোসেন। তখন পয়েন্টে ফিল্ডিং করছিলেন হৃদয়। ক্যাচ নেয়ার চেষ্টায় ব্যর্থ হন তিনি।
বল হৃদয়ের আঙ্গুলে লেগে বাউন্ডারি সীমানা স্পর্শ করে। ততক্ষণে তার আঙুল ফেটে রক্তাক্ত হয়ে যায়। এ অবস্থায় দলের ফিজিওর সাথে মাঠ ছাড়েন হৃদয়। রাতে হাসপাতালে নেয়া হলে হৃদয়ের আঙুলে ৮টি সেলাই করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের আঙুলের ইনজুরির ছবি দিয়েছে সিলেট কর্তৃপক্ষ। দুই সপ্তাহের জন্য হৃদয়কে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে নিশ্চিতভাবে বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলা হচ্ছে না হৃদয়ের। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
চলতি বিপিএলে ঢাকা পর্বে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করেছেন হৃদয়। ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪ ম্যাচের ৩ ইনিংসে ৬৫ গড়ে ও ১৬৭ স্ট্রাইক রেটে ৩টি হাফ-সেঞ্চুরিতে ১৯৫ রান করেছেন হৃদয়। দলের জয়ে অবদান রাখায় ঐ তিন ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন হৃদয়।