বাসস
  ১১ জানুয়ারি ২০২৩, ১৯:২৫

এবারের আইপিএল খেলতে পারছেন না পন্থ : গাঙ্গুলি

নয়াদিল্লি, ১১ জানুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : সড়ক দূর্ঘটনায় আহত  ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি  টুর্নামেন্টে খেলতে পারছন না।   গত মাসে  সড়ত দুর্ঘটনায় পড়া  পন্থের এবারের বিপিএল না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন  ভারতীয়  ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি।
৩০ ডিসেম্বর নিজের ব্যবহৃত মার্সিডিজ এসইউভি কারটি দূর্ঘটনা কবলিত হওয়ার সময় দ্রুত গাড়ী থেকে বের হতে গিয়ে নানামুখি ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ভারতীয় এই ক্রিকেট তারকা। গাড়িতে আগুন লেগে গেলে তাকে সেখান থেকে বের করে আনেন একজন বাস ড্রাইভার ও তার সহকারী।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর নেতৃত্বে রয়েছেন পন্থ। আগামী মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথমভাগে শুরু হবে দুই মাসের এই টুর্নামেন্ট।  বিশ্বেও শীর্ষ এ ফ্র্যাঞ্চাইজি  টুর্নামেন্টে  আন্তর্জাতিক ক্রিকেটের সেরা তারকারা অংশ নিয়ে থাকেন। 
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিতে যাওয়া গাঙ্গুলির উদ্বৃতি দিয়ে স্পোর্টস টুডে জানায়,‘ আইপিএলে থাকছেন না ঋষভ পন্থ। টুর্নামেন্টে আমাদের দলটি দুর্দান্ত হবে।  পন্থের চোট দলে প্রভাব ফেললেও আমরা ভালো করব।’
দূর্ঘটনার পরপরই ২৫ বছর বয়সি পন্থকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে মুম্বাইয়ে নেয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, পেশীর ক্ষতিসহ ডান পায়ের হাঁটু, হাতের কব্জি , পায়ের গেড়ালি এবং পিঠে আঘাতসহ নানামুখী ইনজুরিতে আক্রান্ত হয়েছেন পন্থ। 
উইকেট রক্ষক ও ব্যাটার পন্থ ভারতীয় টেস্ট স্কোয়াডের গুরুত্বপুর্ন সদস্য। বিগত তিন বছরে দলের বেশ কয়েকটি স্মরনীয় জয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন তিনি। তবে বিগত কয়েকমাস ধরে সাদা বলের ম্যাচে খুব একটা ভালো করতে পারছিলেন না তিনি। দূর্ঘটনার কবলে পড়ার কয়েকদিন আগে শ্রীলংকায় চলমান ওয়ানডে ও টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি।