বাসস
  ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৫

সিরিজ ভারতের

কোলকাতা, ১৩ জানুয়ারি ২০২৩ (বাসস/ক্রিকইনফো) : বোলিং দাপটের পর  লোকেশ রাহুলের ব্যাটিং নৈপুন্যে এক ম্যাচ বাকী রেখেই শ্রীলংকার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে  স্বাগতিক ভারত। 
গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথম ওয়ানডে ৬৭ রানে জিতেছিলো রোহিত-কোহলিরা। 
কোলকাতায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে  ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১শ রান তোলে  লংকানরা। পরবর্তীতে ভারতের বোলারদের দাপটে পথ হারায় শ্রীলংকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯ দশমিক ৪ ওভারে ২১৫ রানে অলআউট হয় সফরকারীরা। 
৬৩ বলে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার নুয়ানিদু ফার্নান্দো। এছাড়া কুশল মেন্ডিস ৩৪, দুনিথ ওয়েলালাগে ৩২ ও হাসারাঙ্গা ডি সিলভা ২১ রান করেন। ভারতের মোহাম্মদ সিরাজ-কুলদীপ যাদব ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন উমরান মালিক।
২১৬ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরু করতে পারেনি ভারতও।অধিনায়ক রোহিত শর্মা ১৭, শুভমান গিল ২১, বিরাট কোহলি ৪ ও শ্রেয়াস আইয়ার ২৮ রান করে আউট হন।   ৮৬ রানে ৪ উইকেট হারায় তারা। 
পঞ্চম উইকেটে ১১৯ বলে ৭৫ রান যোগ করে ভারতকে জয়ের পথে রাখেন রাহুল ও হার্ডিক পান্ডিয়া। পান্ডিয়াকে ৩৬ রান ফিরিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিলো শ্রীলংকা। 
কিন্তু ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে ৩০ ও সপ্তম উইকেটে কুলদীপ যাদবের সাথে অবিচ্ছিন্ন ২৮ রান যোগ করে ভারতকে জয় এনে দেন রাহুল। 
রাহুল ৬টি চারে ১০৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। প্যাটেল ২১ ও কুলদীপ ১০ রান করেন। শ্রীলংকার লাহিরু কুমারা-চামিকা করুনারতেœ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন কুলদীপ। 
আগামী ১৫ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।