শিরোনাম
নয়া দিল্লি, ১৪ জানুয়ারি ২০২৩ (বাসস/ক্রিকইনফো) : রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন না রোহিত-কোহলি।
পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেরও দল ঘোষনা করেছে বিসিসিআই। নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পান্থ না থাকায়, প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেলেন উইকেটরক্ষক কেএস ভরত।
পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে নেই লোকেশ রাহুল-অক্ষর প্যাটেল।
দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওপেনার পৃথ্বী শ। সদ্য রঞ্জি ট্রফিতে চার দিনের ম্যাচে ৩৮৩ বলে ৩৭৯ রানের দুর্দাৗল্প এব ইনিংস খেলেন পৃথ্বী। ২০২১ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর দল থেকে বাদ পড়েন তিনি।
টি-টোয়েন্টি দলে নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা। ক্যারিয়ারে ৭৬টি টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৭৮৭ রান করেছেন তিনি।
আগামী ১৮ জানুয়ারি থেকে ওয়ানডে ও ২৭ জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চহাল, আর্শদীপ সিং, রাহুল ত্রিপাঠি, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ ও মুকেশ কুমার।