শিরোনাম
চট্টগ্রাম, ১৫ জানুয়ারি ২০২৩ (বাসস) : উপজেলা পর্যায় থেকে উঠে আসা সাতশ ক্রীড়াবিদ নিয়ে আগামীকাল শুরু হচ্ছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব ।
সকাল ১০ টায় এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের পুলিশ কমিশনার সিএমপি কৃষ্ণ পদ রায়।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শনের(বিওএ) আয়োজনে ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান ও লেফটেন্যান্ট কর্নেল মো. মনির উজ জামান, পিএসসি।
সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ আলী আব্বাস।
আগামী ২২ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, ১৬ -২২ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে চট্টগ্রাম বিভাগের অধীনস্থ ১১ জেলার অনুর্ধ্ব-১৭ বছরের তরুণ-তরুণীরা অংশ নিচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।
এর আগে ২০১৮ সালে প্রথমবার যুব গেমস সফলভাবে আয়োজন করেছিল বিওএ।
প্রতিযোগিতার সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পর্বে এমএ আজিজ স্টেডিয়ামে এ্যাথলেটিকস ও সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে হ্যান্ডবল (তরুণ), ১৭-১৯ জানুয়ারি ফেনীর ভাষা সৈনিক শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফুটবল (তরুণ ও তরুণী), ১৭-১৮ জানুয়ারি সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাবাডি (তরুণ ও তরুণী), ২০ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে তায়কোয়ান্ডো, ১৯-২০ জানুয়ারি বান্দরবান জেলা জিমনেসিয়ামে কারাতে, ১৯-২১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে দাবা (তরুণ-তরুণী) এবং ২১-২২ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে ব্যাডমিন্টন (তরুণ-তরুণী) ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দীন মো. আলমগীর আজ বাসস’কে জানান, প্রতিযোগিতার যাবতীয় ব্যয় বিওএ বহন করবে। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে চ্যাম্পিয়ন বা ১ম স্থান অধিকারী ক্রীড়াবিদ দেড় হাজার টাকা এবং রানার্স আপ বা ২য় স্থান অধিকারী ক্রীড়াবিদ ১ হাজার টাকা হারে অর্থ পুরস্কার লাভ করবে। আন্তঃজেলা প্রতিযোগিতাশেষে ২৪ টি ইভেন্টে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভাগীয় দল গঠন করে অনুশীলনের মাধ্যমে আগামী ২৬ ফেব্রুয়ারি হতে চূড়ান্ত পর্বে অনুষ্ঠিতব্য শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে অংশগ্রহণ করবে।
সিরাজউদ্দীন মো. আলমগীর বলেন, ‘শেখ কামাল যুব গেমস আয়োজনের লক্ষ্য হচ্ছে সারাদেশ থেকে উদীয়মান,মেধাবী এ্যাথলেটদের খুঁজে বের করা। ঢাকায় অনুুষ্ঠিতব্য চুড়ান্ত পর্ব শেষে সেরা এ্যাথলেটদের দেশী-বিদেশী বিশেষজ্ঞ কোচ দিয়ে উন্নততর প্রশিক্ষণ দেয়া হবে। বর্তমানে এশিয়ান গেমসে আমরা কয়েকটি ইভেন্টে ৫ম-৬ষ্ঠ থাকছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত পরামর্শে এ গেমস আয়োজিত হচ্ছে। মূলতঃ দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই দেশজুড়ে এ বিশাল গেমস আয়োজনের উদ্দেশ্য।’