শিরোনাম
ময়মনসিংহ, ১৬ জানুয়ারি-২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’এ আগামীকাল ময়মনসিংহে শুরু হচ্ছে আন্ত:জেলা পর্ব। স্থানীয় রফিক উদ্দিন স্টেডিয়ামে বেলা ১১টায় বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। ফুটবল দিয়ে শুরু হবে ময়মনসিংহ বিভাগের আন্ত:জেলা পর্বের প্রতিযোগিতা।
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে তরুণ ও তরুণী বিভাগে লীগ পদ্ধতিতে বিভাগের তিনটি করে দল প্রতিদ্বন্দ্বীতা করবে। দলগুলো হচ্ছে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলা দল।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মমতাজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন জানান, গেমসের দ্বিতীয় পর্ব ৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ফুলবল ১৭-১৮ জানুয়ারি, এ্যাথলেটিকস ১৯ জানুয়ারি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি।
অপরদিকে শেরপুরে ব্যাডমিন্টন ও দাবা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।