বাসস
  ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:২৮

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড অব্যাহত রাখতে চায় ভারত

হায়দারাবাদ, ১৭ জানুয়ারি ২০২৩ (বাসস/ক্রিকইনফো) : ঘরের মাঠে কখনো  না হারার রেকর্ড অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে ভারতীয় ক্রিকেট দল।  অন্য দিকে ভারতের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নিতে মরিয়া নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২টায় হায়দারাবাদে  শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। 
১৯৮৮ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক ওয়ানডে  সিরিজ খেলে ভারত। এ  পর্যন্ত সব মিলিয়ে ৬টি সিরিজ খেলে সবগুলোই জিতেছে স্বাগতিক ইন্ডিয়া। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত। 
সদ্যই ঘরের মাঠে শ্রীলংকাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। শেষ ম্যাচে ৩১৭ রানের বড় ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রান বিবেচনায় যা সবচেয়ে বড় ব্যবধানে জয়ের বিশ^ রেকর্ড। 
সিরিজের প্রথম ও শেষ ম্যাচে সেঞ্চুরি করেন ভারতের সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। প্রথমটিতে ১১৩ ও শেষটিতে অপরাজিত ১৬৬ রান করেন তিনি। ওয়ানডেতে ৪৬টি সেঞ্চুরির মালিক এখন কোহলি। ওয়ানডে ক্রিকেট ইতহাসে সবর্বোচ্চ  ৪৯ সেঞ্চুরি করা  স্বদেশী শচিন টেন্ডুলকারের  চেয়ে মাত্র  তিনটি শতক দূরে  আছেন  কোহলি।
শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে সেরা পারফরমার ছিলেন কোহলি। আর বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন পেসার মোহাম্মদ সিরাজ। ৩ ইনিংসে সিরিজের সর্বোচ্চ ৯ উইকেট নেন তিনি। কোহলি ছাড়াও সিরিজে ভারতের হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল। পুরো  ভারতীয় দলই  আছে দুর্দান্ত ফর্মে। উপড়ন্ত নিজ মাঠে খেলছে  টিম ইন্ডিয়া। 
নিউজিল্যান্ডের বিপক্ষেও সতীর্থদের কাছ থেকে এমন পারফরমেন্স আশা করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন,  ‘শ্রীলংকার বিপক্ষে তিন বিভাগেই সতীর্থরা ভালো করেছে।  নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে  সিরিজ জিততে পারবো আমরা।’
অন্য দিকে বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে  জিতে এসেছে নিউজিল্যান্ড।  যা ছিল পাকিস্তানের মাটিতে  তিন  ওয়ানডে সিরিজে  কিউইদের প্রথম  সিরিজ জয়।
ভারতের বিপক্ষে সিরিজে খেলবেন না দলের সেরা দুই ক্রিকেটার অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি। আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিবেন উইলিয়ামসন-সাউদি। সিরিজে দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম। তবে পাকিস্তানের মাটিতে  প্রথম সিরিজ জয়ে আত্মবিশ^াসী  নিউজিল্যান্ড দল। 
সিরিজ নিয়ে লাথাম বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজ জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সদ্যই শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে তারা। ভারতকে আটকাতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৩বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ৫৫টিতে জিতেছে ভারত। নিউজিল্যান্ডের জয় ৫০টিতে। ১টি টাই হয়, ৭টি পরিত্যক্ত হয়। 
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, এডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যন্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান ও জ্যাকব ডাফি।