বাসস
  ১৭ জানুয়ারি ২০২৩, ১৫:৫০

ওয়াহাব-বাটের বোলিং তোপে ১২৯ রানে অলআউট রংপুর

চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ২০২৩ (বাসস) : দুই পাকিস্তানী পেসার ওয়াহাব রিয়াজ ও আমাদ বাটের বোলিং তোপে স্বল্প রানে রংপুর রাইডার্সকে গুটিয়ে দিয়েছে খুলনা টাইগার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৫তম ম্যাচে ২০ ওভার খেলে ১২৯ রানে অলআউট হয়েছে রংপুর। খুলনার ওয়াহাব ৪টি ও বাট ৩ উইকেট নেন।
আজ স্থানীয় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান খুলনা টাইগার্সের ইয়াসির আলি।
প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারায় রংপুর। খুলনা স্পিনার নাহিদুল ইসলামের বলে স্টাম্পড আউট হয়ে খালি হাতে ফিরেন ওপেনার রনি তালুকদার।
নিজের দ্বিতীয় ওভারে আবারও রংপুর শিবিরে আঘাত হানেন নাহিদুল। ১টি চার ও ছয়ে ইনিংস শুরু করা  মোহাম্মদ নাইমকে শিকার করেন নাহিদুল। ৯ বলে ১৩ রান করেন তিন নম্বরে নামা নাইম।
২ উইকেট হারিয়ে পাওয়ার-প্লেতে ৩৫ রান পায় রংপুর। দেখেশুনে খেলতে থাকা আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে অষ্টম ওভারে বিদায় দেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে ২৫ রান করেন ইমন।
নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের ইনজুরিতে রংপুরের অধিনায়কত্ব দায়িত্ব পাওয়া পাকিস্তানের শোয়েব মালিক ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১৪ বলে ৯ রান তুলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
মালিকের পর দ্রুত ফিরেন শামিম হোসেন পাটোয়ারিও। ৯ বলে ৪ রানে থামেন তিনি। পাকিস্তানী  পেসার আমাদ বাটের শিকার হন মালিক ও শামিম।
১৪তম ওভারে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। এক প্রান্ত ধরে খেলছিলেন চার নম্বরে নামা মাহেদি হাসান। এমন অবস্থায়  ব্যাটেই বাল কিছু আশা করছিল   রংপুর। কিন্তু ১৭তম ওভারে বাটের তৃতীয় শিকার হন মাহেদি। ২টি করে চার-ছয়ে ৩৪ বলে ৩৮ রান করেন তিনি।
দলীয় ৯৮ রানে মাহেদির আউটের পর ওয়াহাবের বোলিং তোপে বড় স্কোর পায়নি রংপুর। শেষদিকে ৭ বলে ১২ রান করেন রকিবুল হাসান। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রানে অলআউট হয় রংপুর। খুলনার ওয়াহাব ১৪ রানে ৪টি ও বাট ১৬ রানে ৩ উইকেট নেন। নাহিদুল ২৩ রানে নেন ২ উইকেট।