শিরোনাম
খুলনা, ২০ জানুয়ারী ২০২৩ (বাসস): বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর খুলনা বিভাগীয় আন্তঃজেলা পর্যায়ের এ্যাথলেটিকস ও সাঁতার কাল শনিবার শুরু হবে।
শহীদ আবু নাসের স্টোডিয়ামে শনিবার সকালে অনুষ্ঠিতব্য সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবে খুলনা বিভাগের ৫টি জেলার ক্রীড়াবিদরা। জেলাগুলো হলো বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া। সাঁতারের তরুণ ও তরুণীদের মোট ১৬টি ইভেন্টের ক্যাটাগরিগুলো হচ্ছে ৫০ মিটার ফ্রি স্টাইল, ১০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ব্যাক স্ট্রোক, ১০০ মিটার বাক স্ট্রোক, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং ৫০ মিটার বাটারফ্লাই।
আগামী রোববার (২২ জানুয়ারি) সকালে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিভাগের ৮টি জেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা । জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। অ্যাথলেটিকসের মোট ইভেন্ট সংখ্যা ১৬টি। ক্যাটাগরিগুলো হচ্ছে ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট, ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার, ১৫০০ মিটার, লং জাম্প, হাই জাম্প ও শটপুট।