শিরোনাম
লন্ডন, ২১ জানুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : ব্রাইটন থেকে বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ানড্রো ট্রোসার্ডকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির কোচ মিকেল আর্তেতার বিশ^াস ট্রোসার্ডের অন্তর্ভূক্তি দলে দ্রুতই প্রভাব ফেলবে। ২৭ মিলিয়ন পাউন্ডে শুক্রবার এমিরেটস স্টেডিয়ামে এসেছেন ট্রোসার্ড।
২০০৪ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের পথে দারুন ছন্দে থাকা গানারদের সাথে ট্রোসার্ডের দীর্ঘ মেয়াদী চুক্তি হয়েছে। ট্রোসার্ডকে দলে ভিড়িয়ে আর্সেনাল তাদের আক্রমনভাগকে আরো শক্তিশালী করেছে। ২৮ বছর বয়সী ট্রোসার্ডকে হয়তোবা রোববার এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেই আর্সেনালের জার্সি গায়ে দেখা যেতে পারে। এই মুহূর্তে আর্সেনাল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
প্রিমিয়ার লিগে ট্রোসার্ডের প্রমানিত পারফরমেন্স সম্পর্কে আর্তেতা গণমাধ্যমে বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই ছোট পরিসরে চিন্তা করতে হবে। একইসাথে মধ্যম ও দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টিও মাথায় রাখতে হবে। টোসার্ড আমাদের সেই সব সবকিছু দিয়েছে। সে খুবই বুদ্ধিমান খেলোয়াড়। গত কয়েক বছর ধরে সে যা করেছে সেগুলোর দিকে নজড় দিলে দেখা যাবে ট্রোসার্ড এমন একজন খেলোয়াড় যে কিনা আমাদের দলের সাথে মানানসই। আর্সেনালের পরিকল্পনায় এমন খেলোয়াড়ই প্রয়োজন। আমরা তাকে পেয়ে দারুন খুশী। সে লিগ সম্পর্কে জানে, এখানে অভিজ্ঞতাও অনেক সমৃদ্ধ। আমি মনে করি সে দলের উপর দ্রুতই প্রভাব ফেলতে পারবে।’
গত সপ্তাহে লন্ডনের প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে ইউক্রেন উইঙ্গার মিখাইলো মাড্রিককে হারানোর পর আর্সেনাল ট্রোসার্ডের প্রতি আগ্রহী হয়ে উঠে। আর্সেনালের সহকারী আলবার্ট স্টুইভানবার্গের অধীনে জেঙ্কেতে খেলেছেন ট্রোসার্ড। আর্তেতা বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই ট্রোসার্ডের চুক্তি নিয়ে আলোচনা করেছি। কারন আমরা এই মুহূর্তে দলে এমন একজন খেলোয়াড়কে নিতে চেয়েছি যে সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত আলোচনাটা ট্রোসার্ডের সাথে আমার বেশী হয়েছে। এক্ষেত্রে এ্যালবার্ট ভাল একজন রেফারেন্স হিসেবে সহযোগিতা করেছে। ট্রোসার্ডকে দলে পেয়ে সত্যিই আমরা খুশী। সে এমন একজন খেলোয়াড় যাকে অনেকদিন ধরেই আমরা নজড়ে রেখেছিলাম। সুযোগ আসার সাথে সাথে আমরা তা লুফে নিয়েছি। দীর্ঘদিন ধরেই
আক্রমনভাগে আমরা একজন খেলোয়াড়কে খুঁজছিলাম যে কিনা ভিন্ন ভিন্ন পজিশনে খেলার যোগ্যতা রাখে।’
সদ্য সমাপ্ত কাতার বিশ^কাপে বেলজিয়ামের হয়ে খেলেছেন ট্রোসার্ড। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে ১৬ ম্যাচে করেছেন সাত গোল। এর মধ্যে অক্টোবরে লিভারপুলের বিপক্ষে তার হ্যাটট্রিকও রয়েছে। ট্রোসার্ড বলেন, ‘ নতুন একটি ক্লাবে শুরু করতে পেরে আমি দারুন আনন্দিত। এটা অনেক বড় একটি ক্লাব। এই ক্লাবের হয়ে সবকিছু করতে ও সমর্থকদের সামনে কিছু উপহার দিতে আমি পুরোপুরি প্রস্তুত। সবাই জানে ইতোমধ্যেই আর্সেনাল কি অর্জন করেছে। আমি এখানে এসেছি ক্লাবের স্বপ্ন পুরনে সহযোহিগতা করতে। একইসাথে আমার স্বপ্নও পূরণ করতে চাই। প্রতিটি দিনই আমি আলাদা আলাদাভাবে কাজ করতে চাই। কঠোর পরিশ্রম করতে চাই। একইসাথে নিজের খেলাও আরো পরিনত করতে চাই। আমি জানি আর্তেতা একজন অসাধারন কোচ। প্রতিটি মুহূর্ত একজন খেলোয়াড় হিসেবে নিজের আরো উন্নতির চেষ্টা থাকবে।’
ব্রাইটনের ম্যানেজার রবার্তো ডি জারবির সাথে ট্রোসার্ডের সম্পর্ক মোটেই ভাল যাচ্ছিলনা। সে কারনেই এই উইঙ্গারের সাথে ব্রাইটনের চার বছরের সম্পর্কের শেষটা মোটেই ভাল হলোনা। ডি জারবি বলেছেন জেঙ্কেতে সাবেক খেলোয়াড় ট্রোসার্ড বেশ কিছুদিন ধরেই অনুশীলনে অনিয়মিত ছিলেন। বিশেষ করে জানুয়ারিতে মিডলসবরোর সথে এফএ কাপের ম্যাচে দলে না রাখার জেরে ট্রোসার্ড পরবর্তীতে আর অনুশীলনে যোগ দেননি। গত সপ্তাহে লিভারপুলের বিরুদ্ধে ব্রাইটনের প্রিমিয়ার লিগের ম্যাচে ট্রোসার্ডকে চূড়ান্তভাবে দলের বাইরে রাখা হয়। ম্যাচটিতে ব্রাইটন ৩-০ গোলে জয়ী হয়।
ডি জারবি বলেছেন, ‘শেষ মুহূর্তগুলোর জন্য আমি সত্যিই দু:খিত। কিন্তু ভবিষ্যতে লিয়ানড্রোর জন্য অনেক শুভ কামনা থাকলো।