শিরোনাম
টাঙ্গাইল, ২২ জানুয়ারী ২০২৩ (বাসস): বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর ঢাকা বিভাগীয় আন্ত:জেলা পর্যায়ের এ্যাথলেটিকস আজ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিল্টু, যুগ্ম সাধারণ সম্পদক মাতিনুজ্জামান খান সুখন, সদস্য ভ্রমণ চন্দ্র ষোঘ ঝুটন, আনিসুর রহমান আলোসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
দিন ব্যপী অনুষ্ঠিত এ্যাথলেটিকসে তরুণ-তরুণীদের ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
তরুণদের ১০০ মিটার দৌঁড়ে প্রথম হয়েছেন স্বাগতিক টাঙ্গাইল জেলার সিয়াম। ২০০ ও ৪০০ মিটার দৌঁড়ে গোপালগঞ্জ জেলার তাইনুল আলম মোল্লা, ৮০০ মিটারে কিশোরগঞ্জের মাসুম মিয়া এবং ১৫০০ মিটার দৌঁড়ে গোপালগঞ্জের শাখাওয়াত প্রথম হয়েছেন।
তরুণদের হাই জাম্পে গোপালগঞ্জের জেলার রহিম মোল্লা, লং জাম্পে টাঙ্গাইলের তাজুল ইসলাম এবং শটপুটে প্রথম হয়েছেন কিশোরগঞ্জ জেলার রিফাত ভূঁইয়া।
তরুণীদের ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌঁড়ে প্রথম হয়েছেন টাঙ্গাইল জেলার মীম। ৮০০ মিটার দৌঁড়ে একই জেলার বৃষ্টি আক্তার এবং ১৫০০ মিটারে গোপালগঞ্জ জেলার জুলেখা খানম প্রথম হয়েছেন ।
তরুণীদের হাই জাম্পে শরিয়তপুর জেলার তানিয়া আক্তার, লং জাম্পে টাঙ্গাইলের শাহিদা আক্তার এবং শটপুটে একই জেলার সামিয়া আক্তার প্রথম হয়েছেন।