বাসস
  ২২ জানুয়ারি ২০২৩, ২২:০৩

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান এ্যাথলেট খুঁজে বের করতেই শেখ কামাল যুব গেমস আয়োজন : চট্টগ্রামে বিওএ মহাসচিব

চট্টগ্রাম, ২২ জানুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান এ্যাথলেট ও খেলোয়াড়দের খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ আয়োজন করেছে। ইতোমধ্যে গেমসের আন্ত:জেলা  পর্ব অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়েছে।
আজ সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে চট্টগ্রাম  আন্ত:জেলা পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিওএ মহাসচিব আরো বলেন, বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন, রানার্স-আপদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিয়োগিতা অনুষ্ঠিত হবে। এদের মধ্য থেকে বাছাইকৃতদের নিয়ে আমরা কাজ করবো। তাদেরকে দেশি-বিদেশি কোচের  মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া  হবে। আমাদের টার্গেট, দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে বাংলাদেশের একটি সম্মানজনক অবস্থান তৈরি করা।   
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, অলিম্পিক এসোসিয়শন চট্টগ্রামের সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ও বাংলাদেশ জেলা ও বিভাগীয়  ফুটবল এসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন। 
উল্লেখ্য, চট্টগ্রামে আন্ত:জেলা  পর্বে ১৬ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে এথলেটিকস ও সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে হ্যান্ডবল (তরুণ), ১৭-১৯ জানুয়ারি ফেনীর ভাষা সৈনিক শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফুটবল (তরুণ ও তরুণী), ১৭-১৮ জানুয়ারি  সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাবাডি (তরুণ ও তরুণী), ২০ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে তায়কোয়ানডো, ১৯-২০ জানুয়ারি  বান্দরবান জেলা জিমনেসিয়ামে কারাতে, ১৯-২১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে দাবা (তরুণ-তরুণী) এবং ২১-২২ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে ব্যাডমিন্টন  (তরুণ-তরুণী) ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।