শিরোনাম
লন্ডন, ২৩ জানুয়ারি ২০২৩ (বাসস): এন্টনিও কন্টের পরিবর্তিত হিসেবে চেলসির সাবেক কোচ মরিজিও সারিকে চুক্তিবদ্ধ করতে চায় টটেনহ্যাম হটস্পার্স। চলতি মৌসুম শেষে তিনি যদি স্পার্স শিবির ছেড়ে যান তাহলে সারিকেই নিয়োগ দিতে আগ্রহী প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ইতালীয় গণমাধ্যমের ভাষ্যমতে ২০২৩ সালের গ্রীষ্মেই টটেনহ্যামের সঙ্গে কন্টের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে পরিবর্তিত হিসেবে সারিকে পেতে চায় ক্লাবটি। বর্তমানে ল্যাৎসিওর দায়িত্বে থাকা সারিকে পর্যবেক্ষনে রেখেছে টটেনহ্যাম।
এই মুহুর্তে কন্টের মতো অভিজাত কোচের তালিকায় নেই সারি। তবে সম্ভাব্য কোচ হিসেবে তিনি মন্দ হবেন না বলেই গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ২০১৮ সালে চেলসিতে কন্টের পরিবর্তিত হিসেবেই যোগ দিয়েছিলেন সারি। ইতালিয় কোচ ৬৪ বছর বয়সি ২০১৮-১৯ মৌসুমে চেলসিকে এনে দিয়েছিলেন উয়েফা ইউরোপা লিগের ট্রফি। ২০১৯-২০ মৌসুমে তিনি জুভেন্টাসকে পাইয়ে দেন সিরি এ’ লিগের শিরোপা।