বাসস
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৪২

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

দুবাই, ২৫ জানুয়ারি ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে  ভারত।
গতরাতে ঘরের মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করায়  আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত হয় ভারতীয় ক্রিকেট দলের।  
১১৪ রেটিং নিয়ে সবার উপরে এখন ভারত। ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় র‌্যাংকিংয়ে চার নম্বরে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১১। সিরিজের দ্বিতীয় ম্যাচ হারের পরও শীর্ষস্থান হারিয়েছিলো কিউইরা।
১১৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১২।
পঞ্চম ও ষষ্ঠস্থানে আছে যথাক্রমে- পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ৯৫ রেটিং নিয়ে সপ্তমস্থানে আছে বাংলাদেশ।
অষ্টম থেকে দশমস্থানে আছে শ্রীলংকা (৮৮), আফগানিস্তান (৭১) ও ওয়েস্ট ইন্ডিজ (৭১)।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও শীর্ষে আছে ভারত।