শিরোনাম
নীলফামারী, ২৫ জানুয়ারি, ২০২৩ (বাসস): বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা’ নীলফামারী জেলার ছয় উপজেলায় আজ শুরু হয়েছে।
স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ সদর উপজেলার প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার এসময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার ১০৮টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালক-বালিকা বিভাগে আলাদাভাবে দৌঁড়, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্পসহ ৩২টি ইভেণ্টে অংশ নিচ্ছে।
এ দিন সৈয়দপুর উপজেলায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার ফয়সাল রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
আগামী ৩০ জানুয়ারী উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলার ছয় উপজেলার প্রতিযোগিতায় ৩২টি ইভেণ্টের বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহন করবে।