বাসস
  ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:১১

ঘরের মাঠেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় মাশরাফির সিলেটের

সিলেট, ২৬ জানুয়ারি ২০২৩ (বাসস) : ঢাকা- চট্টগ্রামের পর এবার  নিজ মাঠেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়  সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ও চট্টগ্রাম পর্বে  এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। এবার নিজেদের মাঠে বিপিএলের ম্যাচ খেলতে নামছে সিলেট। ঘরের মাঠেও দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রাখতে মরিয়া সিলেট। 
কাল  শুরু হওয়া সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
আসরে এ পর্যন্ত ঢাকার দুই পর্বে ৫টি ও চট্টগ্রাম পর্বে ২টি ম্যাচ খেলে সিলেট। এরমধ্যে ৬টিতে জয় পেয়েছে মালাফির নেতৃত্বাধীন  সিলেট।  মাশরাফির দলের একমাত্র হার চট্টগ্রামের মাটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। ৫ উইকেটে ম্যাচটি হেরেছিলো সিলেট। 
ফুরচন বরিশাল-ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে দু’বার করে, কুমিল্লার বিপক্ষে ১টি করে জয়-হার এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে একবার জিতেছে তারা সিলেট।   
এখন পর্যন্ত রংপুরের সাথে কোন ম্যাচ খেলেনি সিলেট। কালই প্রথম রংপুরের মুখোমুখি হবে মাশরাফি-মুশফিকরা। দুর্দান্ত ফর্মে থাকা সিলেট  ঘরের মাঠে খেলতে নামবে আত্মবিশ^ানের তুঙ্গে তেকেই।
ব্যাটিং বিভাগে দলের জন্য বড় অবদান রাখছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৭ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে সাকিবের বরিশালের বিপক্ষে ২ রানে জয়ে বড় অবদান ছিলো শান্তর। ১৫ রানে ৩ উইকেট পতনের পর ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে ৬৬ বলে ৮৯ রানের নান্দনিক ইনিংস খেলে ম্যাচ সেরা হন শান্ত। 
আসর  শুরুর দিকে তিন ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন সিলেটের  তৌহিদ হৃদয়। ৩ ইনিংসে ব্যাট করে সবগুলোতেই হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ফিল্ডিংয়ে আঙুলের ইনজুরিতে পড়ে দু’ম্যাচ খেলতে পারেননি হৃদয়। আগের ম্যাচে বরিশালের বিপক্ষে ৪ রান করলেও, সিলেট পর্বে হৃদয়ের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশায় টিম ম্যানেজমেন্ট।
দুর্দান্ত ছন্দে রয়েছে সিলেটের পেস আক্রমন বিভাগও। তিন পেসার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রেজাউর রহমান ও সিলেটের পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির ৭টি করে উইকেট শিকার করেছেন। 
 অন্য দিকে  আসরে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর। রংপুরের তিনটি জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। কুমিল্লাকে ৩৪ রানে, খুলনাকে ৪ উইকেটে ও চট্টগ্রামকে ৫৫ রনে হারিয়েছে রংপুর।  
রংপুরের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান পাকিস্তানের শোয়েব মালিকের। ৬ ইনিংসে ২২৫ রান করেছেন তিনি। চট্টগ্রামের বিপক্ষে রংপুরের সর্বশেষ ম্যাচে জয়ের নায়ক মালিক ৪৫ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন। 
বোলিংয়ে সর্বোচ্চ উইকেট পেসার হাসান মাহমুদের। ৬ ইনিংসে ৮ উইকেট শিকার করেছেন তিনি।