শিরোনাম
ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৩ (বাসস): বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডা¯িট্রজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৯ জানুয়ারি শুরু হচ্ছে ‘কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ-২০২৩’।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আগামী রোববার প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এম.পি।
টুর্নামেন্ট উপলক্ষে আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। লিগ কমিটির চেয়ারম্যান মো: মজিবুল হক ও সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন এসময় উপস্থিত ছিলেন।
এবারের লীগে মোট ছয়টি ক্লাব অংশগ্রহন করবে। ক্লাবগুলো হচ্ছে ওল্ড আইডিয়ালস, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, স্টার স্পোর্টস, মনসুর স্পোর্টিং ক্লাব, পূর্বাচল পরিষদ ও সতীর্থ ক্লাব।