বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫১

ল্যাৎসিওকে হারিয়ে লিগ কাপের সেমিতে জুভেন্টাস

মিলান, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : ল্যাৎসিওকে হারিয়ে ইতালি  লিগ
কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে   জুভেন্টাস। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোয়ার্টার
ফাইনালের ম্যাচে তারা ১-০ গোলে জয়লাভ করে।  সেমিফাইনালে ইন্টার
মিলানের মোকাবেলা করবে তুরিনের ক্লাব জুভেন্টাস।
প্রথমার্ধের বিরতিতে যাবার মাত্র এক মিনিট আগে জুভেন্টাসের হয়ে জয়সুচক গোলটি
করেছেন গ্লিসন ব্রেমার। ফিলিপ কস্টিকের ক্রসের বল নিয়ে ল্যাৎসিওর গোল রক্ষক লুইস
ম্যাক্সিমিয়ানোকে পরাস্ত করেন তিনি।
ব্রাজিলীয় তারকার এই মৌসুমের দ্বিতীয় এই গোলটির সুবাদে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি
ইন্টার মিলনাকে দুই লেগের সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্টাস।
সপ্তাহের শেষভাগে  মোঞ্জার কাছে সিরি এ’ লিগে ২-০ গোলে পরাজিত হওয়ার
পর কাপে এসে এই জয়ের দেখা পেল জুভেন্টাস। ওই হারে লিগে সর্বশেষ তিন ম্যাচে
১০ গোল হজমের নজীর সৃস্টি করে জুভেন্টাস।
খেলা শেষে তুরিন জায়ান্ট দলের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন,‘ আপনার
সঠিক কৌশল ও খেলার প্রয়োজন আছে, কিন্তু সবার আগে যেতে হলে দরকার সঠিক
মনোভাব। আমরা মোঞ্জার কাছে হারের ব্যর্থতা থেকে বেরিয়ে আসছি। বিষয়টি
আমাদের জন্য সহজ ছিল না। এর মাধ্যমে আমরা লিগে নিজেদের ফর্মে ফেরার ভিত্তি
স্থাপন করেছি।
এখন এপ্রিলের সেমিফাইনাল হবে জুভেন্টাসের জন্য এই মৌসুমে খুবই গুরুত্বপুর্ন।
সেখানেই প্রমাণিত হবে তারা ইন্টারকে অতিক্রম করতে পারবে কিনা। গত মঙ্গলবার
আটালান্টাকে হারিয়ে কাপের শেষ চার নিশ্চিত করেছিল ইন্টার মিলান। তাদেরকে
হারাতে পারলে আগামী মে মাসে ফাইনালে  ফেভারিট তকমা লাগবে  জুভদের
গায়ে। যেখানে প্রতিপক্ষ হবে ফিওরেন্টিনা অথবা ক্রিমোনেসেকে পাবে তারা।
এই কাপ জয় করতে পারলে ইউরোপা লিগ খেলার যোগ্যতা অর্জন করবে জুভেন্টাস।
অনৈতিক দলবদল কার্যক্রমের কারণে গতমাসে তাদের ১৫ পয়েন্ট কর্তন করায় এখন সেটিই
হচ্ছে ক্লাবটির জন্য সঠিক পথ।