শিরোনাম
ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসর চলাকালীনই ওমরাহ করতে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
ওমরাহ পালন করতে গতকাল রাত ১২টায় সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। ওমরাহ শেষে ৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি বিপিএলে বরিশালের হয়ে আবারও মাঠে নামবেন সাকিব। বরিশালের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
বিপিএলে গতকাল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ বলে ৩৬ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব।
আগামী ৭ ফেব্রুয়ারি নিজেদের ১১তম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে বরিশাল। সাকিব সৌদি আরব থাকাকালীন বিপিএলে বরিশালের কোন ম্যাচ নেই।
এখন পর্যন্ত বিপিএলে ১০ ম্যাচের ৯ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৪৭ রান করেন সাকিব। বল হাতে ৭ উইকেট নিয়েছেন তিনি।
১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে আগেভাগেই প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের বরিশাল।