শিরোনাম
মিলান, ৫ মার্চ, ২০২৩ (বাসস): সিরি এ’ লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করল এসি মিলান। শনিবার অনুষ্ঠিত লিগ ম্যাচে ফিওরেন্টিনার কাছে ২-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিরতি থেকে ফেরার তিন মিনিট পর নিকোলাস গঞ্জালেসের পেনাল্টি গোল এবং শেষ দিকে লুকা জোভিচের দর্শনীয় হেডের গোলে পুর্ন তিন পয়েন্ট পায় ফিওরেন্টিনা। এতে অবসান হলো মিলানের টানা চার ম্যাচের অগ্রাভিযান। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে লড়াইয়ের আগে এমন নেতিবাচক ফলাফল দেখতে হলো এসি মিলানকে।
ম্যাচের শেষ মিনিটে মিলানের হয়ে সান্তনা হিসেবে একটি গোল পরিশোধ করেন থিও হার্নান্দেজ। এই পরাজয়ে এক ম্যাচ কম খেলা নগর প্রাতিদ্বন্দ্বি ইন্টার মিলানের সমান ৪৭ পয়েন্টেই রয়ে গেছে এসি মিলান। পরের ম্যাচে লেচ্চের মোকাবেলা করবে ইন্টার মিলান।
স্টেফানো পিওলির দলটি গতকাল তাদের তারকা স্ট্রাইকার রাফায়েল লিয়াওকে ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেছে ফিওরেন্টিনার বিপক্ষে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ওই ফরোয়ার্ড। এখন ল্যাৎসিওর চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে এসি মিলান। এছাড়া পরের ম্যাচে জুভেন্টাসকে হারাতে পারলে গোল ব্যবধানে মিলানকে টপকে যাবে রোমা।
ম্যাচ শেষে পিওলি বলেন,‘ আজ ফিওরেন্টিনা আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে আমাদের দৃস্টি টটেনহ্যাম ম্যাচের দিকে কেন্দ্রিভুত থাকার কারণে এমনটি ঘটেছে, তা নয়। সেটি হবে ভিন্ন একটি ম্যাচ। সেটি একটি নকট আউট ম্যাচ। আজ রাতের পারফর্মেন্স সেখানে প্রভাব ফেলতে পারবে না। একইভাবে টানা দুই ম্যাচে হেরে গেলেও টটেনহ্যামের পারফর্মেন্সেও এর প্রভাব পড়বে না।’
গতকালের এই জয়ের পরও অবশ্য তুরিনোর সমান ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ তম অবস্থানেই রয়ে গেছে ফিওরেন্টিনা।
শনিবার অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে মোঞ্জা ২-১ গোলে এম্পোলির বিপক্ষে জয়লাভ করেছে। এছাড়া গোল শুন্য ড্র হয়েছে আটালান্টা বনাম উদিনেসের মধ্যকার ম্যাচটি।