শিরোনাম
ঢাকা, ৫ মার্চ ২০২৩ (বাসস) : উন্নত মানের হ্যান্ডবল প্রশিক্ষক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আট দিনব্যাপী হ্যান্ডবল কোচেজ টেকনিক্যাল কোর্স ২০২৩ শুরু হয়েছে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনেরসাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সকালে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কোচেজ টেকনিক্যাল কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন এবং মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ।
কোর্সে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস এবং হ্যান্ডবল ক্লাব দল হতে প্রাপ্ত আবেদন থেকে বাছাইকৃত মোট৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।
জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক কামরুল ইসলাম কিরনের তত্ত্বাবধানে পরিচালিত কোর্সটি আগামী ১১ মার্চ সার্টিফিকেট বিতরনের মাধ্যমে শেষ হবে।