শিরোনাম
মিলান, ৬ মার্চ, ২০২৩ (বাসস/এএফপি) : গিয়ানলুকা মানচিনির একমাত্র গোলে জুভেন্টাসকে পরাজিত করে সিরি-এ লিগের শীর্ষ চারে উঠে এসেছে রোমা। আরেক ম্যাচে লিসকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান।
স্তাদিও অলিম্পিকোর কঠিন লড়াইয়ে ইতালি ডিফেন্ডার মানচিনি ৫৩ মিনিটে নিখুঁত শটে রোমাকে এগিয়ে দেন। এই জয়ে মৌসুমে প্রথমবারের মত রোমা সিরি-এ টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে। গোল ব্যবধানে তারা বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে পিছনে ফেলেছে। হোসে মরিনহোর দল অষ্টম স্থানে থাকা জুভেন্টাসের থেকে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে। জুভেন্টাসের বদলী খেলোয়াড় মোয়েস কিন ৮৯ মিনিটে মাঠে নামার ৪০ সেকেন্ডের মধ্যে পাগলামি করে মানচিনির সাথে বিরোধে লাল কার্ড দেখে মাঠের চলে যান।
ম্যাচ শেষে মরিনহো বলেছেন, ‘খেলোয়াড়রা আজ সবকিছু দিয়েছে, এ কারনেই আমরা জিতেছি। শুধুমাত্র খেলোয়াড়দের মানসিক দৃঢ়তায় আজ আমরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। আমরা এমন একটি দল যারা জানে নির্দিষ্ট দিনে তাদের কি করতে হবে। কিন্তু আমাদের নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কেও জানতে হবে।’
জুভেন্টাসের জন্য চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে গেছে। গতকাল তারা তিনবার পোস্টে বল লাগিয়েছে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে কাল রোমার ডাগ আউটে ফিরেছিলেন মরিনহো। প্রথমার্ধে ছন্দময় ফুটবল দিয়ে স্বাগতিক দর্শকদের বারবার আনন্দ দিয়েছে রোমা। আদ্রিয়ের রাবোয়িতের শট দারুন দক্ষতায় রোমার গোলরক্ষক রুই প্যাট্রিসিও রুখে না দিলে তখনই হয়তো এগিয়ে যেতে পারতো জুভেন্টস। বিপরীতে তুরিনের জায়ান্টদের সাবেক তারকা পাওলো দিবালার শট সহজেই রুখে দেন ওজিচে সিজিসনি। জুভেন্টাস কিছুটা নড়েচড়ে বসার পরপরই অবশ্য গোল হজম করে বসে। ৫৩ মিনিটে মানচিনির লো শট আটকাতে পারেননি সিজিসনি। এরপরপরই হুয়ান কুয়াড্রাডোর ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসে। ৭৫ মিনিটে ক্রিস স্মলিংয়ের শট দুর্দান্তভাবে রুখে দেন সিজিসনি। স্টপেজ টাইমে ডানিলো জুভেন্টাসকে সমতায় ফেরানোর সহজ সুযোগটি নষ্ট করেন। প্যাট্রিসিওকে একা পেয়েও তিনি পরাস্ত করতে পারেননি।
ম্যাচ শেষে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, ‘তুমি যদি গোল করতে না পারো তবে জিততে পারবা না। যে সুযোগগুলো আজ আমরা পেয়েছি তা অবশ্যই কাজে লাগানো উচিৎ ছিল। এই ম্যাচটি সবকিছু শেষ করে দিবে না। কিন্তু তারপরও অনেক কথাই থেকে যায়।’
এবারের মৌসুমে নতুন উন্নীথ দল লিসের বিরুদ্ধে কাল দুই অর্ধে হেনরিক মাখিটারিয়ান ও লটারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করেছে ইন্টার। এই জয় সত্তেও টেবিলের শীর্ষে থাকা নাপোলির থেকে এখনো ১৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে ইন্টার। লিগ শিরোপা জয়ের স্বপ্ন এখনো অনেক দুরে। শুক্রবার যদিও তৃতীয় স্থানে তাকা ল্যাজিওর কাছে হেরে পয়েন্ট হারিয়েছে নাপোলি। ইন্টারের এই মুহূর্তে মূল লক্ষ্য হলো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের স্থান ধরে রাখা।
ইন্টার কোচ সিমোনে ইনজাগি বলেছেন, ‘আমরা নিজেদের খেলার উপর গুরুত্ব দিচ্ছি, এই মুহূর্তে পয়েন্ট হারানোর কোন সুযোগ নেই। লিস খুবই আগ্রাসী ম্যাচ খেলেছে, বারবার আমাদের উপর চাপ সৃষ্টি করেছে। আমাদের বল নিয়ে জায়গা তৈরী করার জন্য পরিশ্রম করতে হয়েছে। সত্যিই আজ খেলোয়াড়রা দারুন খেলেছে।’
এবারের মৌসুমে বড় দলগুলোকে চাপে ফেলা টেবিলের ১৫তম স্থানে থাকা লিস অবশ্য কাল সান সিরোতে খুব একটা সুবিধা করতে পারেনি। রেলিগেশন জোন থেকে এখনো ৯ পয়েন্ট দুরে থাকা লিসের জন্য এই পরাজয় অবশ্য খুব একটা সমস্যা করেনি। রোববার দিনের শুরুতে ধুকতে থাকা স্পেজিয়ার সাথে গোলশুন্য ড্র করে রেলিগেশন জোনের শেষ অবস্থানে রয়েছে ভেরোনা। স্পেজিয়ার থেকে তিন পয়েন্ট পিছনে থেকে ড্রপ জোনে রয়েছে ভেরোনা। তলানির দল সাম্পদোরিয়ার থেকে তাদের পয়েন্টের ব্যবধান ছয়।
গত নয় ম্যাচে কোন জয় না পাওয়া সাম্পদোরিয়া গতকাল সালেরনিতানার সাথে গোলশুন্য ড্র করেছে।