শিরোনাম
রোম, ৭ মার্চ ২০২৩ (বাসস/এএফপি) : ক্যারিয়ারের কোন এক প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সিরি-এ’র শীর্ষ গোলদাতা ভিক্টর ওশিমেন।
নাইজেরিয়ার এই স্ট্রাইকার সোমবার রোমে বিদেশী প্রেস এসোসিয়েশনের বিচারে ইতালির বর্ষসেরা বিদেশী ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পেয়েছেন। এসময় তিনি বলেন এই মুহূর্তে তার লক্ষ্য নাপোলির সমর্থকদের লিগ শিরোপা উপহার দেয়া, এরপর ভবিষ্যতের কথা চিন্তা করবেন।
২৪ বছর বয়সী ওশিমেহ বলেন, ‘বিশে^র অনেকেই প্রিমিয়ার লিগকে সেরা ও শক্তিশালী লিগ হিসেবে বিবেচনা করে থাকে। আমিও এই মুহূর্তে বিশে^র অন্যতম সেরা লিগ সিরি-এ’তে খেলছি। অবশ্যই কোন একদিন প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন বাস্তবায়সে আমি কঠোর পরিশ্রম করে চলেছি। কিন্তু বিষয়টি একদিনে হবে না, অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত হবে। আমি শুধুমাত্র ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
লিলি থেকে ২০২০ সালে নাপোলিতে যোগ দিয়েছিলেন ওশিমেন। এবারের মৌসুমে টেবিলের শীর্ষে থাকা নাপোলির হয়ে লিগে ১৯ গোল করেছেন। দিয়েগো ম্যারাডোনার ক্লাবটি দুই দশক পর প্রথমবারের মত লিগ শিরোপা দৌড়ে ১৫ পয়েন্ট এগিয়ে রয়েছে। ওশিমেন বলেন, ‘একজন ফুটবলার হিসেবে কেউ যখন নাপোলিতে আসবে তখন ফুটবলের থেকেও এই শহরটির প্রেমে পড়ে যাবে। কারন এখানকার মানুষরা এই খেলার উপর ভিত্তি করেই বেঁচে আছে। আর এই শহরটিকে কিছু দিতে পারলে তা সারা জীবনের প্রাপ্য হয়ে থাকবে। এই মুহূর্তে এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।’
এর আগে আর্জেন্টাইন লিজেন্ড ম্যারাডোনার নেতৃত্বে নাপোলি ক্লাব ইতিহাসে ১৯৮৭ ও ১৯৯০ সালে দুইবার লিগ শিরোপা জয় করেছিল।
ওশিমেন আরো বলেন, ‘তুমি যখন নাপোলির কথা বলবে তখন প্রথেমই একজন খেলোয়াড়ের কথা মাথায় আসবে, ম্যারাডোনা। এমনকি লিগ শিরোপা জয়ের কথা বললেও আমরা তার থেকে আলাদা কিছু চিন্তা করতে পারিনা। ম্যারাডোনা এই ক্লাবের জন্য যা করেছে তাতে তিনি লিজেন্ডের থেকেও বেশী কিছু হয়েই বেঁচে রয়েছেন।
আমরা এই মৌসুমে দুর্দান্ত খেলছি। কিন্তু আমি মোটেই নিজেকে আইকন মানিনা, যতক্ষনা না লিগ শিরোপা অর্জিত হয়।’