শিরোনাম
চট্টগ্রাম, ৮ মার্চ ২০২৩ (বাসস) : সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নেয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১শ শিকার পূর্ণ হবে মুস্তাফিজের। ৭৮ ম্যাচে ৯৭ উইকেট আছে ফিজের।
এমন পরিসংখ্যান নিয়ে আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবেন মুস্তাফিজ। ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১শ শিকারের মালিক হবেন ফিজ।
প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১০৯ ম্যাচে ১২৮ উইকেট আছে সাকিবের।
গেল বছরের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে ৫ ম্যাচ খেলে মাত্র ৩ উইকেট নিয়েছিলেন ফিজ।
সাকিব-মুস্তাফিজের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট আছে তার।