শিরোনাম
মিলান, ১০ মার্চ ২০২৩ (বাসস) : গতকাল অনুুষ্ঠিত ইউরোপা লিগের শেষ ষোলর ম্যাচ শেষে তুলনামুলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইতালীয় জায়ান্টরা। প্রথম লেগে নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে জুভেন্টাস ও রোমা।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক জুভেন্টাস ১-০ গোলে হারিয়েছে জার্মানির ফ্রেইবার্গকে। বিজয়ী দলের হয়ে ৫৩ মিনিটে জয়সুচক একমাত্র গোলটি করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া।
হোসে মরিনহোর রোমাও রয়েছে শেষ আটের পথে। স্তাদিও অলিম্পিকোয় অনুষ্ঠিত ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক রোমা। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে এল শারাভি ও মারাশ কুম্বুল্লার। ম্যাচের ১৩ মিনিটে আব্রাহামের যোগান থেকে গোল করে রোমাকে এগিয়ে দেন শারাভি। ৮৭ মিনিটে পাওলো দিবালার পাস থেকে দ্বিতীয় গোলটি করেছেন কুম্বুল্লার।
এদিকে ছয়বারের শিরোপা জয়ী সেভিয়া স্পেনের ঘরোয়া ফুটবল লা লিগায় রেলিগেশনের হুমকিতে থাকলেও বরাবরের মতো দুর্দান্ত ইউরোপা লিগে। গতকাল প্রথম লেগে তারা ২-০ গোলে হারিয়েছে তুরস্কের ফেনারব্যাচকে। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে হোয়ান জর্ডান (৫৬ মি.) ও এরিক লামেলা (৮৫ মি.)।
একই রাতে অনুষ্ঠিত ইউরোপার আরেক ম্যাচে তিনবার পিছিয়ে পড়ার পরও বুন্দেসলিগার সারপ্রাইজ প্যাকেজ ইউনিয়ন বার্লিন ৩-৩ গোলে ড্র করেছে বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-গিলোইসের সঙ্গে।
এদিকে নিজেদের মাঠে বায়ার লেভারকুজেন ২-০ গোলে হারিয়েছে ফেরেঙ্কোভার্সকে। অপরদিকে ফেইনুডর্ ১-১ গোলে ড্র করেছে শাখতার দোনেৎস্ক এর সঙ্গে।