শিরোনাম
ঢাকা, ১০ মার্চ, ২০২৩(বাসস) : বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) সাবেক ক্রীড়া সম্পাদক, খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)’র সাবেক সভাপতি মরহুম মাসুদ আহমেদ রুমির ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। ২০০৩ সালের ১১ মার্চ তিনি ৫৫ বছর বয়সে মারা যান।
মাসুদ আহমেদ রুমি দৈনিক বাংলায় ১৯৭৮ সালে যোগ দিয়ে পত্রিকাটি বন্ধের আগ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি বাসসে যোগ দিয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে কর্মরত থাকাবস্থায় মৃত্যুবরণ করেন । ছাত্র হিসেবেও অত্যন্ত মেধার সাক্ষর রাখা রুমি ১৯৪৮ সালের ১ জানুয়ারি নওগায় জন্মগ্রহণ করেন।
স্বাধীনতাপূর্ব সময় থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন তিনি। ষাটের দশকে অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রশিক্ষক ছিলেন। ঢাকা বিশ^বিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করলেও পরবর্তীতে ক্রীড়া সাংবাদিকতাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন।